8知8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। যত যত মহাপণ্ডিত আছয়ে সংসারে। আমার কবিতা কেহ নিন্দিতে না পারে। সন্তুষ্ট হইয়া রাজা দিলেন সন্তোক। রামায়ণ রচিতে করিলা অনুরোধ ৷ প্রসাদ পাইয়া বারি হইলাম সত্বরে। অপূর্ব্ব জ্ঞানে ধায় লোক আমা দেখিবারে। চন্দনে ভূষিত আমি লোক আনন্দিত। সব বলে ধন্য ধন্ত ফুলিয়া-পণ্ডিত ৷ মুনি মধ্যে বাখানি বাল্মীকি মহামুনি। পণ্ডিতের মধ্যে কৃত্তিবাস গুণী ৷ বাপ-মায়ের আশীর্ব্বাদে গুরু-আজ্ঞা-দান। রাজগঞ্জায় রচে গীত সপ্তকাণ্ড গান ৷ সাতকাণ্ড কথা হয় দেবের স্বজিত। লোক বুঝাবার তরে কৃত্তিবাস পণ্ডিত ৷ রঘুবংশের কীর্ত্তি কেবা বর্ণিবারে পারে। কৃত্তিবাস রচে গীত সরস্বতীর বরে ৷ কিষ্কিন্ধ্যা কাণ্ড। [ বটতলার রামায়ণ অবলম্বন করিয়া আমরা কৃত্তিবাসী রচনা উদ্ধৃত করি নাই। একখানি ৩০০ বৎসরের হস্ত-লিখিত পুথি হইতে নিম্নের অংশগুলি উদ্ধত হইল। পাঠক দেখিবেন, এই রচনা মূলের অনেকটা অনুযায়ী, –বটতলার পাঠ হইতে কতকটা অমাজ্জিত এবং পৃথক। ] বালি-বধ। দশ দিগ আলো করি রামের বাণ ছুটে। বজ্রাঘাত হেন বালি-রাজার বুকে ফুটে। মরি মরি শব্দে বালি করে হাহাকার। কোনজন মারিল মোকে দারুণ প্রহর।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।