রামায়ণ–কৃত্তিবাস—জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। 8సి(t ভূমিতে পড়িল বালি করে ছট্ফট্। রাম লক্ষ্মণ চারি বীর গেলা বালির নিকট॥ রক্তে রাঙ্গা হৈয়া বালি লোটায় ভূমিতলে। অশোক কিংশুক যেন ফুটিল বসন্তকালে ৷ ইন্দ্রধ্বজ পড়িল যেন ইন্দ্রের নন্দন। গাএর আভরণ লোটায় মাণিক্য রতন॥ সুন্দর বানর-রাজ সুন্দর ধরে বেশ। চিত্রবিচিত্র রামের বাণ করিল প্রবেশ॥ ইন্দ্রের প্রসাদে রত্নমালা-ভূষিত বানরে। লক্ষ্মী ছড়ায়্যা পড়িল পঞ্চ প্রকারে। (১) বালি রাজা পড়িল শূন্ত হৈল পৃথিবী। রামের অপযশ: গাইল কৃত্তিবাস কবি॥ মৃগী মারিয়া ব্যাধ যেন ধায় রড়ারড়ি। বালি পড়িল বীর ভাগ যায় হুড়াহুড়ি॥ এক দিঠি করি রাম নেহালিছে বালি। দন্ত কড়মড়ায়্যা কোপে করে গালাগালি॥ নিষেধিল তারা মোকে বিবিধ বিধানে। তোমা হেন ধার্ম্মিক চণ্ডালে প্রতীত গেলাঙ (২) কেনে॥ নির্দোষ বানর রাম মাইলে কোন কাযে। ৰালির কটুক্তি। অধার্ম্মিক রাজাকে রাজ্য নাঞি সাজে॥ কোন দেশ পোড়া তোমার মাইলু কোন খান। (৩) কোন অপরাধে মোর লইলে পরাণ॥ রাজকুলে জন্মিলে রাম তুমি স্বর্য্যবংশে। বিস্তর গুণ ধর রাম লোকেতে প্রশংসে॥ রাজনীতি নাই জান প্রজার পালন। অল্প বএসে তপস্থি-বেশে তুষিলে সর্ব্বজন। (১) মূল রামায়ণে আছে—ইন্দ্রদত্ত মালা, রামের বাণ ও বালির রাজ্যেচিত মূর্ত্তি, লক্ষ্মী যেন এই তিন ভাগে বিভক্ত হইয়া দৃশুমান হইলেন। (২) গেলাম। (৩) তোমার কোন রাজ্য আমি দগ্ধ করিয়াছি এবং তোমাকে কোথায় মারিয়াছি।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।