8సిరి বঙ্গ-সাহিত্য-পরিচয়। এত জানি বিশ্বাস গেলাঙ তোমা হেন চণ্ডালে কেনে মুনির বেশ ধর আহার ফলমূলে। মুনির বেশ ধরি বুল চণ্ডাল আচার। ধার্ম্মিক বোল বোলাহ অতি জ্বরাচার॥ তৃণে ঢাকিলে পথ কুপে পড়িলে সে জানি। ইবে সে (১) জানিল তুমি যত বড় জ্ঞানী॥ ফল মূল খাই আমি কাহা নাহি হিংসি। তোমা হেন পাপী নাই লোক বিধ্বংসী॥ ভাই ভাই কন্দলি করি মধ্যস্থ সমাঝে (২)। কোথায় নাহি দেখি মধ্যস্থে আসিয়া বধে॥ আনের সনে রণ করি আনে আসিয়া মারে। হেন চণ্ডাল জনকে পৃথিবী কেনে ধরে॥ দুৰ্জ্জন মারিয়া রাম সুজনকে রাখি। ক্ষেত্রিকুলের আচার এমত ভাল দেখি॥ যেন বেশে বেড়ায় রাম তেন নহে কর্ম্ম। লোক ভাণ্ডিতে বেশ ধর নাঞি জান ধর্ম্ম॥ দেখাদেখি যদি মোকে মারিথিল (৩) বাণে। এক মুটকির ঘায়ে তোমার লইতাঙ প্রাণে। আমা মারিতে সুগ্রীবের যুক্তি ভাল আইসে। তোমা সনে রণ নাহি তুমি মার কিসে॥ লোকের আগে কাহিনী কহিবে কোন লাজে। আদেখে মারিল আমি বালি বানররাজে॥ দশরথ মহারাজা ধর্ম্ম-অবতার। র্তার হেন পুত্র হৈল কুলের খাখার॥ ধর্ম্ম না জানি তপস্বীর বেশ বাপের গৌরবে। তেকারণে মিল আসি চণ্ডাল সুগ্রীবে॥ পাপে পাপে মেলিয়া হৈল পাপের মন্ত্রণা। আনের সনে রণ করি আনে দেই হানা॥ বানর হৈতে জান যবে সিদ্ধ হব কায। আনে কেনে আরতি দিলে থাকিতে বানররাজ॥ (১) এখন। (২) সমাঝে=বুঝায়; অর্থাৎ মধ্যস্থ ব্যক্তি প্রবোধ দান করে। (৩) মারিতে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।