রামায়ণ–কৃত্তিবাস—জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। 8:ՖԳ এক লাফ দিয়া মুঞি সাগর হৈতাঙ পার। রাবণ মারিয়া সীতার করিতাঙ উদ্ধার॥ আমা পরীক্ষিতে রাবণ আইল সত্বর। লেজে বান্ধি ডুবাইল চারি সাগর। কিষ্কিন্ধ্য আসিতে তার গল-বন্ধন খসে। আমাকে বনিয়া রাবণ গেল আপন দেশে॥ এত করিতে নারিব সুগ্রীব বলের টুটন (১)। অনেক শক্তে করিবেক সাগর-বন্ধন॥ দুই কটকে সংগ্রাম হবেক অপার। তত দিনে হবেক সীতার অস্থি চর্ম্ম সার। রাবণে বান্ধিয়া দিতাঙ গলে দিয়া দড়ি ৷ হৃষ্ট পুষ্ট সীতা পাইতে যেন ধবল বুড়ী। সকল কটকে সুগ্রীব অনেক প্রবন্ধে। অনেক শক্তে জিনিতে পারিব দশস্কন্ধে ৷ আমা হেন পণ্ডিতকে মরণ-বেলায় ঘাটে। তোমার হাতে মরণ মোর লিখন ললাটে ৷ সোদর বধিঞা সুগ্রীব অঙ্গদ কেনে রাখে। রাম তুষ্ট হৈলে বাচাব সর্ব্ব মুখে॥ আমা মারিঞা রাম তুমি হৈলে স্থখী। আমার মরণ বড় ভাগ্য কর্য লিখি ৷ এত বাক্য হৈল যদি বালি রাজার তুণ্ডে। কুক্তিবাস গাইল গীত কিষ্কিন্ধ্যা কাণ্ডে॥ রাম বলেন ধর্ম্ম না জান বনের বানর। রামের উত্তর। বানরের বোলে কার নহি কুরূপর?ে)। চপল বানর জাতি চপল তোর মতি। চপল হৈয়া না জান ধর্ম্মের কি গতি॥ আপনি ধার্ম্মিক তুমি ধর্ম্ম বুঝাহি আনে। অষ্ট-লোকপাল-রাজা নিন্দিলে বচনে। প্রামাণিক বানর সনে না করিলে যুকতি। আপন ইচ্ছায় বলিলে মোকে অধার্ম্মিক মতি॥ (১) বলের টুটন = বলে অল্প। yo
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।