8Ꮌb← বালির প্রত্যুত্তর। রামের উক্তি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। যত যত রাজা সব হৈল যুগে যুগে। ব্যথা করিএল কোন রাজা এড়িলেক মৃগে। (১) তৃণে খায় বনে চরে কাহো নাহি হিংসে। কোন রাজা মৃগী না মারিলচন্দ্র-স্বর্য্য-বংশে। খাল (২) কুড়িঞা লুকায় পাতালত মুণ্ডে। স্ত্রী পুরুষ বিচার নাহি বিন্ধিঞা মারি কাণ্ডে। নিদ্রা যায় সরল পৈসে পালায় তরসে। কাণ্ডে বিন্ধিএঃ মারি খেদাড়িয়া ধরি ফাসে॥ শাখামৃগ বলিয়া মৃগের ভিতর গণি। রাজা মৃগ মাইলে নাহি অপযশঃ কাহিনী॥ এত যদি রামচন্দ্র বলিলা বচন। রামের কথা শুদ্যা বালি বলিছে তখন! নর বানর শৃগাল কুকুর কুম্ভীর। এই পঞ্চ নর্থী রাম ভক্ষণ-বাহির। এই পঞ্চ নখী মারি নাহি প্রয়োজন। বানরের রক্ত মাংস না করি স্পশন॥ শশক শল্পকী গণ্ড আর মৃগী গোধা। এই পঞ্চ নর্থী নহে ভক্ষণের বাধা॥ এই পঞ্চ নর্থীর আমি নহি একজন। তবে কেনে আমার তুমি বধিলে জীবন॥ আমার রাজ্যে বসিএঃা কর পরদার। তোমার পাপে আমার রাজ্যে পাপের সঞ্চার॥ জ্যেষ্ঠ হৈঞা কনিষ্ঠের করএ পালন। কোন লাজে ভ্রাতৃবধু করিস হরণ॥ রাজদণ্ড হৈলে তবে পাপ-বিমোচন। রাজা সুখী হৈলে বাড়ায় ধন জন॥ পাপ করিয়া পাপী যায় রাজার পাশ। রাজার শাস্তি হৈলে তার পাপের বিনাশ॥ রাজার দেহে পঞ্চ দেবের অধিষ্ঠান। ইন্দ্র চন্দ্র কুবের বরুণ অগ্নি উপাদান। (১) মমতা করিয়া কোন রাজা মৃগকে ত্যাগ করিল। (২) গর্ত্ত।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।