পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–কৃত্তিবাস—জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। (: o X (১) মিত্র। সাগর পার লঙ্ক রাক্ষসের পুরী। কেমতে বঞ্চেন তাথে সীতা সুন্দরী॥ চিন্তিতে গুণিতে সীতা মরিব আচম্বিত। কি করিব সহোদর কি করিব মিত (১)॥ পার্থী হঞা উড়িয়া যাও সাগরের পার। অনাথিনী সীতার দেখো শয়ন আহার॥ আমাকে ছাড়িয়া সীতার অন্ত নহে মেনে। কোথা খুইল রাবণ কিবা মারিল পরাণে॥ জলেতে ভরিল সব দেশ যে ফাফরে। রাজ-কটক বরিষাতে না করে আগুসারে॥ বর্ষা দুৰ্গম পথ সাগর পাথার। কেমতে কটক তাহাতে হব পার॥ বরিষা-কালে সুগ্রীবকে বলিব কোন মতে। আমার কার্য্য করিব বরিষা প্রভাতে (২)॥ সুগ্রীব বানর মোর করিব উপকার। সভে মেলিঞা করিবেক সীতার উদ্ধার॥ এই তপস্বীর বেশে মুঞি সাধিব কলেবর। সীতার তাপ না পাঙ যেন জন্ম-জন্মান্তর॥ বাপের ঘরে না থাকে সীতা না থাকে মোর ঘরে। আমাকে দেখিলে সীতা সকল পাসরে॥ আমার বিহনে সীতা হয়্যাছে দুঃখবতী। কোথা আছে আসিয়া দেখুক আমার দুর্গতি॥ কান্দিতে কান্দিতে রামের গেল ভাদ্রমাস। রামের বিলাপ রচিল পণ্ডিত কৃত্তিবাস॥ (২) প্রভাতে = শেষ হইলে।