সীতাকে জয়-বার্ত্তা প্রদান। সীতার আনন্দ। লঙ্কা-কাণ্ড। রাবণ-বধের পর সীতার নিকট দূত প্রেরণ। সীতার অগ্নি-পরীক্ষা ও রামের শোক। পাত্র মিত্র সনে রাম করিয়া অনুমান। সীতাকে জয়-বার্ত্তা দিতে পাঠায় হনুমান। লঙ্কাতে সান্ধায় হনু সীতাকে কহিতে কথা। ধাঞা ধাঞা রাক্ষস হুনুকে নোঙায় মাথা। গৌরবেতে হনুমান নিল রাক্ষসগণে৷ প্রবেশ করিল গিয়া অশোকের বনে॥ মলিন বস্ত্র পর্যাছেন মা গাএ পড়্যাছে মলি। তভূ রূপে আলা করিছে পড়িছে বিজলী॥ ভূমিষ্ঠ হৈয়া হনুমান সীতা নোঙায় মাথা। রাম-লক্ষ্মণের কহে সংগ্রামের কথা ৷ সুগ্রীবের প্রতাপে বানরের হানাহানি। বিভীষণের মন্ত্রণাতে রাম লঙ্কাপুরে জিনি॥ সবান্ধবে মরিল রাবণ মহাপাপ। রাজ-লক্ষ্মী ছাড়িল তোমায় দিয়া মনস্তাপ॥ আপন ঘরে রাক্ষস আছে জনে জন। তোমাকে নিতে আসিবেন এথা ধার্ম্মিক বিভীষণ॥ এত কথা হনুমান কহিল হরিষ বাণী। হরিষে আপনা পাসরিলা সীতা ঠাকুরাণী॥ হনু বলে কেন মাতা বিরস বদন। হরিষ বার্তাতে উত্তর না পাঙ কি কারণ॥ সীতা বলেন হরিষে পাসরিলাঙ আপনা। হরিষে গদগদ হৈছে না করিহ ঘূণা॥ যে বার্ত্ত কহিলে বাপু পবন-নন্দন। তোমার যোগ্য ধন আমি ভাবি মনে মন॥ মণি মাণিক্য দি যদি লঙ্কার ভাণ্ডার। এত দ্রব্য দিয়া তোমার শোধিতে নারি ধার॥ হনু বলে কি প্রসাদ করিবে ঠাকুরাণী। রাম-লক্ষ্মণের অব্যাহতি তাহা আমি গণি॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।