পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ— কৃত্তিবাস—জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। ৫০৭ কনক রচিত মায়ের স্তন দুই ভার। তাহার উপরে শোভে সাত-লহরী হার॥ সোণার অলঙ্কার শোভে দুই কর ভরি। সুবর্ণ কঙ্কণ আর মাণিক্য অঙ্গুরী। চরণে শোভিত মায়ের বাজন নূপূৱ। নানা অলঙ্কার শোভে রতন প্রচুর॥ নানা অলঙ্কারে সীতার রূপের নাহি সীমা। সাক্ষ্য দিতে নারে যার রূপের উপমা॥ দ্বিতীয়ার চন্দ্র যেন উদিত গগনে। দুই কটকের মুস্থ হৈল সীতার দরশনে॥ মনে মনে চিন্তে তবে বানর সকল। সীতারে দেখিয়া সভার জনম সফল॥ রাক্ষস কটকের ব্যবহারে মজিল লঙ্কাপুরী। ংশে মজিল রাবণ সীতা করা চুরি॥ চতুদোল হৈতে তখন নাম্বিল জানকী। লজ্জাতে আপনার গাএ আপনি হৈলা লুকি ৷ কেহো কিছু নাহি বোলে সভার ভিতরে। শোক সম্বরিএল রাম বলেন ধীরে ধীরে॥ রাবণের ঘরে ছিলে করিলাঙ উদ্ধার। রামের কটুক্তি। তোমার লাগিয়া অপযশঃ ঘোষএ সংসার॥ আমার অপযশঃ ঘুচিল তোমার উদ্ধারে। উদ্ধারিঞা মেলানি দিলাঙ সভার ভিতরে॥ আমার কেহো নাহি ছিল তোমার পাশে। শয়ন ভোজন তোমার না জানি দশ মাসে॥ স্বর্য্যকুলে জন্ম দশরথের নন্দন। তোমা হেন স্ত্রীয়ে মোর নাঞি প্রয়োজন॥ আজি হৈতে নহ সীঞ (১) আমার ঘরণী। যথা তথা যাহ তুমি দিলাম মেলানি। হের দেখ সুগ্রীব বানর-অধিপতি। উহার ঠাঞি থাক গিয়া যদি লয় মতি॥ রাক্ষস-রাজ দেখ ঐ রাজা বিভীষণ। উহার ঠাঞি থাক গিয়া যদি লয় মন। (১) সীঞা=সীতা।