( ) రి বঙ্গ-সাহিত্য-পরিচয়। রাম বলেন অগ্নি জাল প্রাণের লক্ষ্মণ। অগ্নিতে বসিঞ সীতা তেজুক জীবন॥ আর মেনে সীতার জীবনে নাহি কায। অগ্নিতে পুড়ক সীতা যাউক লোক-লাজ॥ সহসা লক্ষ্মণে রাম দিল অনুমতি। কানিদতে কান্দিতে লক্ষ্মণ করিলা প্রণতি॥ রামের চরণে ধরি করেন ব্যগ্রতা। মোর নিবেদন রাখ না পোড়াহ সীতা॥ যাহার কারণে রণে প্রাণ হল্য শেষ। সীতারে পোড়ায়্যা কিবা লয়্যা যাবে দেশ॥ দেহে হে করুণাময় মোর বোল রাখ। কঁাপিছে সুন্দরী সীতা তুমি চায়্যা দেখ॥ ত্রিভুবনে অগ্নি জলি লক্ষ্মণ ধানুকী। লোক-লজ্জা মহাদুঃখ কি করে জানকী॥ এতেক বচন যদি বলিলা নিষ্ঠুর। কান্দিতে কান্দিতে যান লক্ষ্মণ ঠাকুর। অস্ত্র হাতে কুণ্ডসজ্জ করেন লক্ষ্মণ। আর না যাইব মোরা অযোধ্যা-ভুবন॥ সীতা বিনে তিলেক ন জীব রঘুপতি। সীতার যে গতি সেই মো সভার গতি॥ আড়ে দীঘে শত হাত কুণ্ডের প্রমাণ। কপিগণে কাষ্ঠ আনে আজ্ঞা দিলা রাম॥ দেবদারু-কাষ্ঠ আনে চন্দন মুসার। শণ পাট ঘৃত তৈল আনিল আদার॥ হাহাকার মহারব চারিদিগে শুনি। কুণ্ড মধ্যে জালিল ব্রহ্ম আগুনি॥ পুনঃ পুনঃ বাঢ়ে অগ্নি উঠে মহাবেগে। আহা মরি মরি ধ্বনি শুনি চারিদিগে ৷ স্বৰ্গ মর্ত্ত্য পাতাল তিন লোকের শঙ্কা। অন্ত পড়ে কিবা কথা কান্দে রাজ্য লঙ্কা॥ পুরুষ বা নারী বুক নাহি বান্ধে। (১) কি হল্য কি হল্য বলা উচ্চৈঃস্বরে কান্দে। (১) এমন পুরুষ বা নারী নাই যে বুক বান্ধিতে (ধৈর্য্য ধরিতে )
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।