রামায়ণ-কৃত্তিবাস—জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। ৫১৩ ইহা বলি লক্ষ্মণ রাখিয়া পিছু ভিতে। ধীরে ধীরে যান লক্ষ্মী কান্দিতে কান্দিতে॥ পবন-নন্দন হনু দূরে হৈতে দেখে। সীতার সাক্ষাতে পড়া মা মা বলা কান্দে॥ হনুমান বলে মা এক দণ্ড থাক। অগ্নিকুণ্ড করা মরি দাণ্ডাইয়া দেখ॥ পোড়াব আপন অঙ্গ হৈব ছারখার। পুত্রের মরণ দেখা তুমি কর আগুসার। এত বলি হনুমান লোটাইয়া কান্দে। ছটফট করে বীর স্থির নাহি বান্ধে॥ সীতা বলে কেন কান্দ বাছা হনুমান। তোমারে করিবেন দয়া গুণনিধি রাম॥ হনুমান বলেন মাগো তোমার কারণে। সর্ব্বেই মরিব কেহো না জীব পরাণে॥ মরিব লক্ষ্মণ আর গুণনিধি রাম। মরিব তোমার পুত্র বীর হনুমান। - এমতি জননী যদি সভারে ছাড়িবে। আর কি বলিব মাগো বধভাগী হবে॥ সীতা বোলেন কর্ম্মভোগ না কান্দিহ আর। রাম লয়্যা অযোধ্যাকে যায়্য একবার॥ এত বলি পশ্চাতে রাখিয়া হনুমানে। পুনরপি কান্দে বীর বোধ নাহি মানে॥ এক মহাদুঃখ মোর রহিল অন্তরে। আপনি জননী মাগো বলাছিল মোরে॥ যদি আমি একবার দেখি প্রভূ রাম। তোমারে সন্তুষ্ট হৈয়া কিছু দিব দান। আজি ত রামের পদ দেখিলে নয়নে। তবে কেনে বঞ্চিত করিলে হনুমানে। সীতা বলেন মাগো (১) বাপু যেই ইচ্ছা মনে। তোমারে সে দিয়া দান পশিব আগুনে॥ যে কর্ম্ম কর্যাছ বাপু পবন-কোঙর। শোধিতে নারিব ধার জন্ম-জন্মান্তর॥ (১) যাচঞা কর।
- (t