রামায়ণ–কৃত্তিবাস—জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। ৫১৫ তোমার মুখে রাম নাম শুনি মৃত্যুকালে। ইহা বই ভাগ্য নাই এ মহীমণ্ডলে॥ যে কালে অগ্নির কুণ্ডে পড়িব আপনি। সেই কালে যেন রাম নাম তোমার মুখে শুনি॥ এত বলি সীতাদেবী অন্তরে ব্যথিত। অগ্নিকুণ্ড সমীপে হইল উপনীত ৷ সীতা বলে সাক্ষী হয় সকল দেবতা। রাম বিনে অন্ত যদি জানে রামের সীতা॥ তবে মোর এই অঙ্গ ছারখার হব। নিরমল স্বর্য্যবংশে কলঙ্ক রহিব॥ রাম বিনে আমি যদি অন্ত নাঞি জানি। তবে মোর দেহ রক্ষা করিবে আগুনি॥ কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব মধুর। শুনিলে পরমানন্দ পাপ যায় দুর। বৃদ্ধ বাল্য পশুগণ কান্দিতে লাগিল। রাম রাম বলি লক্ষ্মী অগ্নিতে পশিল॥ পরশমণির মাত্র অঙ্গ-পরশনে। লৌহ আদি স্বর্ণ যেন হয় তৎক্ষণে॥ তেমতি সীতার অঙ্গ পরশে কেবল। জলন্ত আগুনি হল্য অতি সুশীতল ৷ সীতার শপথ-কালে ত্রিভুবন আল্য। আগুনে অঙ্গের শোভা আভর হইল্য। তিন লোকে হাহাকার উঠে হেন কালে। মহাবেগে উঠে অগ্নি গগনমণ্ডলে৷ ক্রমে ক্রমে অগ্নি গিয়া যুড়িল আকাশ। দেখিয়া সকল লোকে লাগিল তরাস॥ তাবৎ আছিল রাম হেট কর্যা মাথ। যত ক্ষণ অগ্নিমাঝে না পড়িল সীতা॥ উঠিলেন রঘুনাথ আস্তব্যস্ত হয়্যে। স্নামের বিলাপ। কোথ! গেল প্রাণ সীতা আমারে ছাড়িএ॥ হেদে রে লক্ষ্মণ ভাই সীতা কোথা গেল। সীতা বিহু চারি দিক অন্ধকার হল্য ৷
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।