○ >b" বঙ্গ-সাহিত্য-পরিচয়। রামের সুহৃদ সখী সুগ্রীব কপীন্দ্র। গড়াগড়ি যায় রাজা শোকে হয়্যা অন্ধ ৷ কান্দিতে কান্দিতে বলে মোর বাচিঞা কি কায। জ্যেষ্ঠ ভাই কেন মাল্যাঙ বালি মহারাজ॥ বৃথা শ্রম করিলাঙ সিন্ধু-বন্ধন করিঞা। বিষম-সংগ্রাম-অগ্নিকুণ্ডে ঝাপ দিয়া ৷ কুলিশ আগুনি তুল্য ইযু অঙ্গে বাজে। অসঙ্খ্য-দারুণ-দুঃখ সংগ্রামের মাঝে ৷ সকল নিষ্ফল হৈল শ্রম মাত্র সার। সে লক্ষ্মী আগুনে পুড়া হল্য ছারখার॥ দারুণ দৈবের দুঃখ সহ নাঞি যায়। মনস্তাপে স্বর্য্যপুত্র ধরণী লোটায়। কান্দে রাজা বিভীষণ বুকে হানে ঘা। অন্ধকার কর্যা কোথ্যা ছাড়া গেলে মা ৷ * * * করিলাঙ প্রয়াস। লঙ্কেশ্বর ভাই তার কৈলু বংশনাশ॥ ইন্দ্রজিৎ কুম্ভকর্ণ অতিকায় বীর। কি লাগিয়া নষ্ট কৈলাম এই সব ধীর। * * প্রাণ না রাখিব আর। আগুনে পোড়াব দেহ হব ছারখার॥ এত বলি ধরণী লোটায় বিভীষণ। কান্দিছে অঙ্গদ বীর বালির নন্দন॥ দারুণ বিধাতা কেন হেন দুঃখ দিল। জগত-জননী লক্ষ্মী আগুনে পুড়িল ৷ এত বড় মনস্তাপ রহিল অন্তরে। এত পরিশ্রম যুদ্ধ কৈন্তু কার তরে॥ পিতা যে মরিল তাহে শোক নাহি জানি। সীতা-মায়ের বিচ্ছেদে আর না রহে পরাণী॥ রামকে উচিত নহে করিতে এমতি। মনস্তাপে আগুনে প্রবেশ কৈলা সতী॥ হরি হরি কিবা হৈল দৈবের ঘটন। ইহা বলি ভূমে পড়ে হৈয়া অচেতন॥ গড়াগড়ি দিয়া বীর হনুমান কন্দে। জানকী ৰলিয়া কান্দে স্থির নাহি বান্ধে॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।