পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હરડે সেনাপতির উত্তর, হনুমান ভীতি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। অন্ত কথা কইতে রাজার মুখে বাইরায় রাম। নয়ন মুদিলে দেখে দুর্ব্বাদল-শ্রাম॥ রাবণ বলে ক্ষিতি-তলে রাম হল্য কি ৷ এবারে রামের হাতে কদাচিৎ জী (১)। রাবণ বলে যা শুনি নাঞি ক্ষিতি-তলে হঞা। নর-বানরে সাগর বান্ধে গাছ-পাথর বঞা ৷ যা হয় নাঞি তাই হল্য আর কি বা হয়। এই লক্ষ অক্ষৌহিনী সেনা কন কাযে বা রয়॥ এতকাল তো সভারে খাওলাঞি (২) রাজ-ভোগে। প্রতিদান কড়া গগু না দিলি কন (৩) কালে ৷ রাম-লক্ষ্মণ দুই ভাইকে বান্ধ্য আন্যা দে॥ রাজাকে আশ্বাস দিয়া বলে সেনাপতি। আমরা থাকিতে তোমার কিসের দুর্গতি৷ সীতা লঞ ক্রীড়া কর আনন্দিত-মনে। আমরা মারিঞা দিব শ্রীরাম-লক্ষ্মণে। ত্রিভুবন সহায় কর্য রাম যদি আনে। তবে ত নারিবে সীতা নিতে আমরা বিদ্যমানে। বানরকে ভয় নাইক সে গুলা বনের পশু। এখন মারিঞা দিব ঘর পোড়া না আসুক। সে বেটা প্রধান বীর কটকের সার। সে আইলে মহারাজা নাহিক নিস্তার। লঙ্কা দগ্ধ করা গেছে আখের নিমিষে। সেই বেটাকে ভয় হইছে পাছে আবার আসে। সেই ত সুগ্রীব রামে করালেক মিতা। সেই ত আস্তা দেখা গেল অশোক-বনে সীতা॥ সেই ভুলালেক বিভীষণে নানা কথা কঞ। সেই ত দিলেক সাগর বাধ্যা গাছ-পাথর বঞা॥ যত দেখিছ মহারাজা সব চক্র তারি। - সে থাকিতে কেউ নারিবে রাখিতে রামের নারী। (১) জীবন-ধারণ করি। (R) খাওয়াইলাম। (৩) কোম।