পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–কবিচন্দ্র-–১৬শ শতাব্দীর শেষভাগ। ৫২৭ সুগ্রীবের সনে তার ভাইপে বেটা আছে। লৈঞা দিঞা জন পাচ ছয় রামের কাছে আছে। (১) আর যত দেখিছ লাফালাফি তার ভরসা পাঞ। তাকে মাল্যে কটক যত যাবেক পালাঞেঞা॥ রাবণ বোলে লে বুলিলি মোর মনে তা নিলেক। জন্মিঞা না যে দুঃখ পাইলাঙ ঘরপোড়া তা দিলেক॥ ধাও মোর দূত সব কন বেলাকে আর (২)। বাম-লক্ষ্মণ থাকুক আগু ঘরপোড়াকে মার। এই যুক্তি কর্য রাজা আছিল তরস্তা। হেন বেল্যায় অঙ্গদ বীর উত্তরিলা আস্তা ৷ জঙ্গদের আগমন। প্রকাণ্ড শরীর বীরের মন্দ মন্দ গতি। পূর্ব্বাঞ্চলে আলী (৩) যেন আইল দিনপতি॥ আকাশ-দিউটী বীরের দুটা চক্ষু জলে। মস্তক ঠেকাছে বীরের গগন-মণ্ডলে ৷ দ্বারে দ্বারী ছিল অনুসঙ্গী যারা। অঙ্গদের অঙ্গ দেখ্যা ভঙ্গলি তারা। অন্তসঙ্গী ছিল বত রাজার রক্ষক। মঙুক পালাএ যেন দেখিয়া তক্ষক। দ্বারে দুয়ারী ছিল উঠা দিল রভু। বীর লাথি চোটে কপাট ভাগ্য প্রবেশিল গড় ৷ সুমেরু-পর্ব্বত নেন অঙ্গদের দে (৪)। রাক্ষস সব বলে বাপরে ইট আল্য কে॥ পাত্র মিত্র নিঞা রাজা বস্তা ছিল কাছে। অঙ্গদকে দেখ্যা চুপ দিলেক তরাসে। বস্তাছে রাবণ রাজা উচ্চ-সিংহাসনে। তা দেখি অঙ্গদ বীর ভাবে মনে মনে॥ মনেতে করিল বীর শ্রীরাম স্মরণ। লেঙ্গুর বাড়াল্য বীর পঞ্চাশ-যোজন ৷ (>) তাহাকে ধৰিয়া মােট পাঁচ ছ জন বীর রামের সন্তে আছে। (২) আর কোন সময়ের অপেক্ষা করিওন। (৩) আলা= আলো। (৪) দে = দেহ।