রামায়ণ–কবিচন্দ্র—১৬শ শতাব্দীর শেষভাগ। (මේද আপনার ছিদ্র তাকা পরকে দিস খোট। ডুব দিঞা ছল কালী-চুণে মরে অধম বেটা। সেই দেব বলবান তোর মোর বোলে কি হয়। খসিলে হাতের শর বর্শি স্থত লয়। দিগে দিগে রণ করিঞা জিতা আস্তা ছিলি। লোক বলিল এই বীরকে বাধ্যা দিল বলি। অজয় তোমার নাম থাকিলে ভাল হয়। নইলে তোর কে এমন কথা মানুষ হঞা কয়। তেঞি তোকে এমন কথা বলিলাঙরে গরু। তুঞি হঞ আমার বাপের কীর্ত্তি-কল্প-তরু। আমি যদি সর্ব্বথা বটি প্রভু রামের চর। তথাপি তোর বংশ ধ্বংস করা যাব ঘর॥ যতেক আমার সঙ্গে করিলি প্রলাপি। তুলিঞা আছাড় দিব শুন রে ঘোর পাপী। কুপিল রাবণ রাজা অঙ্গদের বোলে। রাবণের ক্রোধ ও যেন তপ্ত তৈলে জল দিলে অধিক উখুলে ৷ অঙ্গদের বীরত্ব। রাবণ বোলে কে আছে রে ধর্ভ ওরে দূত। পালাবেক বানর বেট ধর্ত্ত মোর পুত॥ অঙ্গদ বীর স্থির বড় দৰ্প কর্যা কয়। কে ধরিবেক ধরুক আস্তা কিম্বা আপনে ধর্য লয়॥। বেটার সব বোল ফুরাঞা দিব একটা চড়ের চোটে। হনুমানকে বাধ্যা বেটার বুক বল্যাছে বটে। তেমন দূত পুত নৈ যে ঘর পোড়াঞ যাব। বালির বেটা অঙ্গদ আমি ঘাড়ের রক্ত খাব ৷ শ্রীরাম করাছেন আজ্ঞা উঠবি ত উঠ। লাথির চোটে চুর্ণ করিব মাথার মুকুট। খটায় হতে জটায় ধরে পাড়িব (১) এখন যাঞী। দোহাই রামের যদি না কর্যাছি ইহা॥ খট্ট হতে জটায় ধর্যা পাড়া দিব কিল। ত্রস্ত ব্যস্ত হঞ রাজা ত্বরিত উঠিল। তোর দশটা মুণ্ড ছিড়া লঞ যাইব রামের ঠাই। জানকী-নাথের আজ্ঞা তোর ভাগ্যে নাই ৷ (১) কেলি দিব।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।