রামায়ণ– কবিচন্দ্র—১৬শ শতাব্দীর শেষভাগ। NVQ প্রাচীর-উপরে বীর উঠে দৰ্প কর্য। বীর দৰ্প করা বোলে কে আসিবি বার্য (১)। রাবণ মনে অভিমানে রহিল মনোদুঃখে। চলিল অঙ্গদ বীর আপনার মুখে॥ অঙ্গদ বলে বুঝিলাঙ রাজা মদন তোমার। হেদে বস্তাছ রাবণ “রাম রাম” আমার॥ উৰ্দ্ধ লেজ করিঞা আর পসারিঞ কাণ। তেমতি আকাশ-পথে করিল পয়ান। হুথা বসিঞ্য আছেন রাম সমুদ্রের তটে। চৌদিকে বানরগণ লক্ষ্মণ নিকটে॥ রামের নিকট আগমন। দুর্ব্বাদল-তাম রাম নূতন তমাল। দীর্ঘ নাসিক চার চৌরশ কপাল॥ মুখ শশী মৃণাল জিনিঞা ভুজ-দণ্ড। দক্ষিণে লক্ষ্মণ তছু বামেতে কোদণ্ড। শিরেতে শোভিত জট বাকল উত্তরী। বস্তাছেন জানকী-নাথ বীরাসন করি। তথা যাঞ উত্তরিল বালির নন্দন। সন্ত্রমে করিল রামের চরণ বন্দন ৷ লক্ষ্মণের পাদ-পদ্ম বন্দিলেন শিরে। প্রণাম করিছে বীর খুড়া মহাবীরে॥ হনুমান প্রভৃতি বীর যত ছিল বস্তা। অঙ্গদকে সম্ভাষিল সভে উঠা আস্তে ৷ এই রূপে যত বীর অঙ্গদে সম্ভাষি। পুনশ্চ রামের কাছে উত্তরিল আসি॥ . শ্রীরাম জিজ্ঞাসা করে অঙ্গদে দেখিএঃ। প্রভুকে বৃত্তান্ত কহে পুটাঞ্জলি হঞ॥ অঙ্গদ বলে তব আজ্ঞায় গেছেলাঙ সেই খানে। - দশাননে গালি দিলাঙ ঘত ছিল মনে৷ প্রকার প্রবন্ধে রাজায় বুঝালাঙ বিশেৰে। না বুঝে রাবণ রাজা পরমায়ু শেষে ৷ খাটে হতে জটে ধরা পাড়াছিলাঙ ভূঞে। পশ্চাতে এ সব কথা শুনিবে লোক-মুঞে॥ (১) বাহির হু।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।