Q8ミ কৌশল্যার নিকট অনুমতি প্রার্থন। কৌশল্যার নিষেধ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দেখিব মুনির পত্নী অভিলাষ চিতে। তে কারণে লক্ষ্মণ পাঠাঞা দিল সাথে॥ মহামান্ত-ঠাকুরাণীর যদি আজ্ঞা পাই। চিত্তের বিহিতে তবে গঙ্গা-তীরে যাই॥ ভজ কৃষ্ণ-পদ-দ্বন্দ্ব চিত্ত অভিলাষ। ভকতি করিয়া বোলে ঘনশ্যাম দাস॥ বলেন কৌশল্য রাণী শুন সীতা মোর বাণী কি কারণে যাইবে কাননে। যেবা থাকে অভিলাষ কহ সীতে মোর পাশ সন্তোষ করিব নানা ধনে॥ না যাইহ ভাগীরথীর তীরে। এ হেন কমল-পায় লাগিব কণ্টক ছায় বড় দুঃখ পাইব শরীরে॥ বনে বড় জন্ত-ভয় ব্যাঘ্র ভল্ল কচয় সিংহ গণ্ডী সৰ্প নানা জাতি। বড়ই দুরন্ত বন নাহি তাহে লোক জন ভয়ে কেহ না করে বসতি॥ তব পদ-সরসিজে শিলা ঠেকি পাছে বাজে রৌদ্রে মিলায় মুখ-শশী। চামরী চিকুর দেখি মনেতে হইয়া দুঃখী হৈল সেই কানন-নিবাসী। (১) পিতৃ-সত্যে রাম-সনে বড় তুঃখ পাল্যে বনে (বাছা) তোম না দেখিলে প্রাণ ফাটে। তুমি মোর লক্ষ্মী সতী তোমা লাগি রঘুপতি লঙ্কায় রাবণ মাইল হটে॥ না দেখিয়া সীতা তোরে কেমনে রহিব ঘরে শূন্ত ঘর সকল সঙ্কাশ। কৌশল্য না কর চিন্তা পশ্চাতে পাইবে সীতা নিবেদিল ঘনতাম দাস। (>) কবরী-ভয়ে চামরা গিরিকন্দরে, মুখ-ভয়ে চাদ আকাশ। হরিণী নয়ন-ভয়ে, স্বর-ভয়ে কোকিল, গতি-ভয়ে গজ বনবাস॥ বিদ্যাপতি।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।