6:88 সীতার আশঙ্কা। বন প্রবেশ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দশস্কন্ধ যে জন মারিল বাহু-বলে। মন্দোদরী যে জন সিঞ্চিল লোহ-জলে। মোর ঠাঞি যে জন পাঠাল্য হনুমান। অযোধ্যার রাজা যেবা দূর্ব্বাদল-শুভ্যাম। সেই প্রভূ যুগে যুগে করুক রাজ্যভার। র্তাহার চরণে ভক্তি রহিএ আমার। দুঃখিত হইয়া সীতা ভাবিতে অস্তরে। প্রবেশ করিল সীতা ভাগীরথীর তীরে॥ রথে হৈতে নাম্বিলেন জানকী লক্ষ্মণ। নৌকায় পার হৈয়া গেলেন দুই জন॥ স্নান পূজা দুই জন কৈল গঙ্গা-জলে। লক্ষ্মণ জানকী দোহে উঠিলেন কুলে ৷ মহারণ্যে প্রবেশ করিলা সীতা সতী। নানা ভয়ঙ্কর তথা বনজন্তু দেখি ৷ তমাল হিন্তাল বট পাকুড়ী শিমুলী। অশ্বথ পিয়াল শাল বদরী ভৈজরী॥ বহেড়া কড়ার আম্র আমলকী। মহা মহা খদির পলাশ হরীতকী॥ বড় বড় বৃক্ষ সব তাহার কোটরে। গৃধ্ৰ আদি কত পক্ষী তাহে বাস করে। কুশের কণ্টক কত শিলা বহুতর। ব্যাঘ্র ভল্লুক গণ্ডার তাহার ভিতর। দেখিয়া লক্ষ্মণে জিজ্ঞাসিলা দেবী সীতা। পবিত্র উত্তরী-বাস (১) মুনি-পত্নী কোথা। কহ কহ আমারে লক্ষ্মণ মহাশয়। নাঞি দেখি সে সকল মুনির আলয়॥ কিবা বলে আইলাঙ কোন অভিলাষে। যজ্ঞ ধুম নাঞি দেখি মুনির সকাশে। মহাবৃক্ষ সব কত পোড়ে দাবানলে। পর্ব্বত আকার সর্প চতুর্দিকে বোলে। (১) উত্তীয়।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।