6.8% বনে সহানুভূতি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। তৃণ জল হরিণী তেজিয়া। কান্দে তারা সীতাকে দেখিয়া॥ পশুগণ আদি কুন্ত (১) আর। কান্দে দুঃখ দেখিয়া সীতার॥ নৃত্য তেজি ময়ুরগণ। সীতার অগ্রে ধরএ পেখম ৷ মহাসপ নিকটে আসিয়া। ছায়া করে ফণায় ধরিয়া॥ চামরী আসিয়া সীতার পাশ। সীতার অঙ্গে করএ বাতাস ৷ - মন্দ মন্দ পবন গমন। - দক্ষিণ মলয়া সুশোভন॥ - ব্যাকুলে বলেন রাম রাম। নিবেদিল দাস ঘনশুাম॥ আলায়া কুন্তল ভার কান্দে সীতা অনিবার অঙ্গ সব ধূলায় ধুসর। করি নানা মায়া মোহে বসন তিতিল লোহে সঘনে ডাকএ রঘুবর। শ্রীরামের অভিমান কাননে তেজিয়া প্রাণ না জানি কি ফল কর্ম্ম-দোষে॥ পাষাণ বাজয়ে পায় ধারে রক্ত পড়ে তায় কুশের কণ্টক দুই পাশে। এই মোর বড় ব্যথা কি করিব যাব কোথা কেবা মোরে করিব রক্ষণ। আমি রাজ-রাণী হৈয়া সিংহাসন তেজিয়া নানা দুঃখে বুলি বনে বন॥ কেমনে থাকিব বনে নাহি লোক অন্ত জনে জন্তুগণ দেখিয়া ডরাই। আইলাঙ সাধন করি দেখিব মুনির নারী তাহে বিধি চিন্তিল হেথাই॥ এই ত অরণ্য মাঝে পশু পক্ষী তরু রাজে কেবা মোরে করে পরিত্রাণ। (১) পক্ষী।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।