&@:8 রাম-লক্ষ্মণাদির বনবাস। বঙ্গ-সাহিত্য-পরিচয়। স্বর্ণ-দ্বীপ হৈল তাতে সমুদ্রের মাঝে। লঙ্কাপুরী বলি নাম রাখেন দেবরাজে। মুনির ঔরসে জন্ম রাক্ষসী-উদরে। দেবতা গন্ধর্ব্ব আদি সবে ভয় করে॥ কত দিনান্তরে তথা রাজা দশানন। বসতি করিল আসি ভাই তিন জন॥ 囊 籌 豪 粥 醬 臺 豪 醬 釁 齋 ঐরাম রাখিল নাম করিয়া যতন। ভরত রাখিল নাম কৈকেয়ী-নন্দন॥ সুমিত্রার গর্ভে হৈল পুত্র দুইজন। রাখিল তাহার নাম লক্ষ্মণ শত্রুঘন॥ হেন মতে চারি অংশে জন্মিলাম আপনি। বড়ই দুঃখের কথা শুন মহামুনি। পঞ্চম বৎসরে বধ করি তাড়কারে। হরধনুঃ ভাঙ্গি বিভা করিলাম সীতারে॥ একদিন দেখি দশরথ নরপতি। মন্ত্রণা করিল মোরে করিতে ভূপতি॥ আয়োজন করি রাজা হরষিত মন। দৈবের নির্ব্বন্ধ কভু না হয় খণ্ডন॥ কৈকেয়ী নামেতে যিনি ভরত-জননী। রাজার নিকটে তিনি আইল আপনি॥ কহিতে লাগিল মাতা শুন নৃপবর। পুর্ব্বে সত্য করিয়াছ দিবে দুটা বর॥ রাজা বলে কোন দ্রব্য চাহ পাটরাণী। যাহা ইচ্ছা চাহ শীঘ্র দিবত এখনি। মাতা বলে এই চাই শুনহ রাজন। ভরতের রাজ্য দিয়া রামে দেহ বন। চৌদ্দ বৎসর রাম থাকিবেন বনে। এই বর চাহি আমি তোমার সদনে॥ শ্রুত মাত্রে ভূমিতলে পড়িল রাজন। শ্রীরাম বলিয়া রাজা হন অচেতন॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।