পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–কৃষ্ণদাস পণ্ডিত—১৭শ শতাব্দী। QQQ শুনিয়া গেলাম আমি পিতার গোচর। অনেক ডাকিলু আমি না পাই উত্তর॥ পিতৃ-সত্য পালিবারে যাই আমি বন। সঙ্গে চলিলেন সীতা অনুজ লক্ষ্মণ॥ অঙ্গ হৈতে আভরণ কাড়িয়া লইল। জটা বাকল পরাইয়া বিদায় করিল। রছিলাম চিত্রকূট পর্ব্বত যথায়। তিন দিনান্তরে ভরত আইল তথায়॥ মাতুলের গৃহ হৈতে আসি দুইজন। জননীর মুখেতে শুনিল বিবরণ। রাম-বনবাস শুনি ভরত মহাকায়। ভরতের ক্রোধ ও ক্রোধেতে আপন মায়ে কাটিবারে ষায় ৷ রামের নিকট আগমন। নিবারণ কৈল তারে কৌশল্যা জননী। মাতৃ-বধ কৈলে বাপু কি হবে তা শুনি। মায়ের বচনেতে ভরত সাম্য হৈল। গৰ্জ্জিয় আপন মায়ে কহিতে লাগিল ৷ আরে আরে পাপীয়সী কি তোর জীবন। কেমন পরাণ ধরে দিলি রামে বন॥ উচিত না হয় তার মুখ দেখিবারে। এতেক বলিয়া ভরত আইল বাহিরে॥ রাজার নিকটে আসি করিয়া রোদন। মম শোকে নরপতি ত্যজিল জীবন॥ তপ্ত তৈল মাঝে রাখি রাজ-কলেবর। ভরত আইল তবে রামের গোচর। সপরিবার যত অযোধা নিবাসী। আমার নিকটে সবে উক্তরিল আসি ৷ অনেক কহিল মোরে বিনয়-বচনে। তুমি অযোধ্যায় আইস আমি যাই বনে। রাজা আজ্ঞা না করিল আসিতে কাননে। তুমি কেন আইলে প্রভু পাপিনী-বচনে। আমি কহিলাম তুমি রাজা হও গিয়ে। প্রজার পলন কর পিতা সম হয়ে।