পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–কৃষ্ণদাস পণ্ডিত—১৭শ শতাব্দী। (t (t Գ মৃগ মারি আইলাম ভাই দুই জন। সীতা না দেখিয়া দোহা করিএ রোদন॥ বনে বনে অন্বেষণ করিয়া বেড়াই। সন্ধান পাইলু পক্ষী জটায়ুর ঠাঞি। রাবণ হরিয়া সীতা গেল লঙ্কাপুরে। শুনিয়া ব্যাকুল চিত্ত দুই সহোদরে। বনে বনে ভ্রমি দোহে করিয়া রোদন। পঞ্চ কপি সঙ্গে তথা হইল মিলন। নল নীল সুগ্রীব হনুমান জাম্ববান। এই পঞ্চ জন তথা বানর প্রধান॥ সীতার বীরতা আমি কহিলাম তারে। শুনিয়া সুগ্রীব তবে কহিল আমারে। বালি রাজা আছে আমার জ্যেষ্ঠ সহোদর। তার ভয়ে সশঙ্কিত থাকি নিরন্তর॥ তুমি যদি পার তীরে করিতে সংহার। সত্য করিলাম সীতা করিব উদ্ধার। এত শুনি দুই ভায়ে হয়ষিত হয়ে। বালিকে করিলু বধ প্রকার করিয়ে ৷ অঙ্গদ নামেতে তার এক পুত্র ছিল। আমাকে নিন্দিয়া সেই অনেক কহিল। (১) কহ প্রভু এ কেমন বিচার তোমার। বিনা দোষে বধ কৈলে জনক আমার॥ কোন অপরাধ পিতা কৈল তব ঠাঞি। এ কর্ম্ম উচিত তব না হয় গোসাঞি ৷ শুনিএ তাহার বাক্য হইনু লজ্জিত। কহিলাম অঙ্গদ বর মাগ মনোনীত॥ ক্রোধ-মনে অঙ্গদ কহেন পুনর্ব্বার। বর যদি দিবে শুন বচন আমার॥ বিনা দোষে তুমি মম বধিলে পিতারে। তোমারে বধিব আমি তেমতি প্রকারে ৷ (১) অঙ্গদ রামের সাক্ষাতে তাহাকে গঞ্জনা করিয়াছে, এরূপ কথা বাল্মীকির রামায়ণে নাই।