রামায়ণ–অদ্ভুতাচার্য্য-গ্রন্থ-রচনাকাল ১৭৪২ খৃষ্টাব্দ। ( (న পাবনার কবি অদ্ভুতাচার্য্যের রামায়ণ। সাতার বিবাহ। অদ্ভুতাচার্য্যের প্রকৃত নাম নিত্যানন্দ, অদ্ভুতাচার্য্য উপাধি। বিশেষ food “ History of Bengali Language and Literature” পুস্তকের ১৮৮ পৃষ্ঠায় দ্রষ্টব্য। কবির বাসস্থান পাবনা জেলার সাচোর গ্রামের নিকট সোণাবাজুর অন্তর্গত বড়বাড়ী গ্রাম। গ্রন্থ-রচনা-কাল ১৭৪২ খৃষ্টাব্দ। জনক আদি করিয়া যতেক রাজাগণ। বিশ্বামিত্র সঙ্গে লয়৷ শ্রীরাম-লক্ষ্মণ॥ পুরীর ভিতরে লয়া করিল গমন। পাদ্য অৰ্ঘ্য আচমন দিলেন আসন॥ নানা মধু দ্রব্য দিয়া করাইল ভোজন। বিচিত্র শয্যাতে মুনি করিল শয়ন॥ ঘরেত থাকিয়া আসি জনক-নন্দিনী। গরাক্ষের দ্বারে দেখে রাম চক্রপাণি॥ রাম দেখি সীতা দেবী দড়াইল (১) মন। আর বর নাহি মোর এ তিন ভুবন॥ মনেত ধরিল সীতা রামের চরণ। মনে মনে কহিতে আছেক মন-কথন। পৃথিবীতে জনমিক্স অযোনি সম্ভবা হৈমু বাপে নাম থুইল জানকী। বাপের প্রতিজ্ঞা-বাণী ঘটক হৈল মহামুনি রঘুচন্দ্র পতি হেন দেখি ৷ নররূপে নারায়ণ রূপে মোহে ত্রিভুবন কামিনী ধরাইতে নারে চিত্তে। কমোট কঠোর ধনু রামের কোমল তনু না পারিব গুণ চড়াইতে॥ শুনিয়া আকাশ-বাণী আনন্দিত কমলিনী বিষাদ ভাবএ চন্দ্রমুখী। পাইবা উত্তম পতি ত্রিভুবনে তুমি সতি তোমার ধর্ম্মে ব্রহ্মা দেব সুখী॥ (১) দৃঢ় করিল। দেবগণের বরদান।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।