রামায়ণ–অদ্ভুতাচার্য্য-গ্রন্থ-রচনা-কাল ১৭৪২ খৃষ্টাব্দ। ৫৬১ আমিত ধনুত গুণ দেই এহিক্ষণ। জনকে করুক সীতা রামেক সমর্পণ ৷ রাম বোলে শুন তুমি লক্ষ্মণ ধনুৰ্দ্ধর। কঠোর পণ করিছে জনক নৃপবর॥ লক্ষ্মণে গুণ দিব আমার কোন প্রয়োজন। করিবার পারি কর্ম্ম দেখুক সর্ব্বজন। অহঙ্কার না করিব সভা-বিদ্যমান। ধনুক ধরিব আমি কোন বস্তু জ্ঞান॥ এতেক বুলিয়া তবে উঠিলা নারায়ণ। জয় জয় শব্দ করে দেব মুনিগণ॥ গুরুর চরণে রাম কৈল নমস্কার। চলিলেন রামচন্দ্র ধনু তুলিবার॥ ভঙ্গ হইল কামুক দেবগণের কৌতুক ধনুর্ভঙ্গ। আনন্দে ভরিল ত্রিভুবন। নাচয়ে নৃত্যকীগণ পবন যে সম্বন পরশুরামের হৈল জাগরণ। (১) দ্বিজ করে বেদ-ধ্বনি জয় জয় রঘুমণি আনন্দে পূরিল ত্রিভুবন। জনক হৈল আনন্দিত দ্বারে দ্বারে নৃত্য গীত অদ্ভুত মধুর বচন॥ হস্তিনী চিত্রানী নারী শঙ্খিনী পদ্মিনী। মঙ্গল আচার সবে করিছে রজনী॥ সীতার নিকটে গেল যত বিদ্যাধরী। চৌদিগে ধরিয়া সীতাক তুলিল যত নারী॥ বিধিমতে যে আছিল স্ত্রী আচার। খার পরিত্যাগ সবে করেন সীতার॥ স্নান করাইল সীতাক সানন্দিত মন। মঙ্গল আচার সবে করে নারীগণ॥ স্নান করি পরাইল উত্তম বসন। - 臺 * অধিবাস কৈল সব নারীগণ॥ অধিৰাস। (১) ধমুভঙ্গের শব্দ শুনিয়া পরশুরাম জাগ্রত হইল। לר
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।