○○8 রামের রূপ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। খগপতি জিনি নাসা অধর বান্ধুনি। তাহাতে বিচিত্র সাজে দশন সুরণি॥ রত্নকঙ্কণ শোভে মণিময় হার। এ তিন ভুবনে নাহি তুলনা তাহার॥ অঙ্গদ বলয়া সাজে ভুজযুগ দণ্ড। সুবলিত জিনি মন্ত করিবর-গুণ্ড॥ নবঘন-শ্রাম তন্তু বস্ত্র বর পীত। নীল গিরিবর যৈছে জড়িতে জড়িত ৷ মকরত-সম কান্তি জানু সুশোভন। অরুণ-কিরণ যেন কমল-চরণ॥ চরণ-পল্লব সব চম্পক কলিত। রোহিণীর পতি কত জিনিয়া নির্ম্মিত॥ নবীন বয়স রাম অনঙ্গ হিল্লোলে। কত সুধা বরিষএ মধু রস বোলে। দেখিতে আইল তথা যত নারীগণ। সবে মূর্ছাগত হইল দেখিয়া চরণ॥ কে কহিতে পারে তার রূপের মহিমা। তিন লোকের পতি তার কি দিব উপমা॥ অদ্ভুত আচার্য্যে বন্দে কমল-চরণ। পরম পুরুষ রাম দেব নিরঞ্জন॥ আনন্দিত সর্ব্বজন জনকের ভবন পুরে বাজে আনন্দ বাজনা। দশরথ-রাজ-স্থত রূপে গুণে অদভুত ত্রিভুবনে নাহিক উপমা॥ ব্রহ্মা হর পুরন্দর শশী বসু দিবাকর - সুরাসুরে না জানে মহিমা॥ কোটি চন্দ্র জিনি শোভা মোহন মুরতি আভা সিথি চান্দে অলকার পাতি। দেখিয়া ফোটা ঠাম মুরছিয়া পড়ে কাম আলো করএ ঘোর রাতি ৷ নাসা বর সুন্দর মুখ কোটি সুধাকর শ্রবণে কুণ্ডল মণি দোলে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।