রামায়ণ–অদ্ভুতাচার্য্য—গ্রন্থ রচনা-কাল ১৭৪২ খৃষ্টাব্দ। জিনি তারা উৎপল যে নঞান যুগল যেন ভ্রমর পড়িছে পদ্মদলে॥ জিনি পাকা বিম্বফল অধর যে যুগল দশন যে মুকুতার পাতি। অমিয়া মধুৰ হাস যেন চন্দ্র পরকাশ বিদ্যুৎ চমকে ঘোর রাতি॥ সঙ্গেত চলিল যত দেবগণ। পৃথিবীর যত রাজা আর মুনিগণ॥ আগ বাড়ি নিতে (১) গেলা জনক রাজন। বেদধ্বনি করে তবে যত মুনিগণ॥ নানা বাদ্য বাজে ঘণ্টা শঙ্খ ধ্বনি। মহা শব্দ উঠিল দেখিয়া চক্রপাণি॥ স্বয়ম্বর স্থানে গেলা রাম নারায়ণ (২)। (J(t তথা চারি কন্যা পরে রত্ন-আভরণ॥ চারি কস্তায় ৰঘু-সজ্জ, নীল লোহিত পীত বর্ণ মনোহর। চিত্র বিচিত্র শোভে পরিছে অম্বর॥ মৃগমদ চন্দন চর্চিত কৈল কেশ। খোপায়ে পাটের খোপা দোলে পৃষ্ঠদেশ॥ রতনে জড়িত পরে কিরীট উজ্জ্বল। কনক কিরীট পরে করে ঝলমল॥ সুন্দর সিন্দুর-বিন্দু ললাটেত সাজে। কনক-কমলে যেন অরুণ বিরাজে। কামের কাম ভূক্তভঙ্গ তরঙ্গ জিনিতে। মুনিগণ মোহ যায় অপাঙ্গ-ইঙ্গিতে॥ পূর্ণিমার চন্দ্র যেন শ্রীমুখমণ্ডল। কুরঙ্গনঞানী গণ্ডে জুলিছে কুণ্ডল ৷ নক্ষত্র জিনিয়া যেন শোভে শশধর। একত্র শোভিছে যেন শশী দিবাকর॥ বিম্ব অধর আর নাসা গজমতি। বিদ্যুৎপ্রকাশ হাস দশনের জ্যোতিঃ॥ (১) অগ্রসর হইয়া অভিনন্দন করিয়া লইতে। (২) রাম যিনি স্বয়ং নারায়ণ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।