«ፃe সীতার অবরোধমোচন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। রামের কাছে যায় সীতা হরষিত চিতে। কটকে হুড়াহুড়ি সব সীতাকে দেখিতে॥ রাক্ষস-রমণী সব ধায় রড্রারড়ি। তা দেখিয়া বিভীষণ হাতে নিল বাড়ী (১)॥ বিমান হইতে ভূমে নাম্বিল রাজন। চতুর্দিগে বেড়া বাড়ী নহে নিবারণ॥ কার মাথে বাজে কার পৃষ্ঠে রক্ত পড়ে। ভাবে ভুলি মগ্নচিত্ত তবু ধায় রড়ে। বস্তাছেন রামচন্দ্র লক্ষ্মণ দক্ষিণে। সম্মুখে সুগ্রীব রাজা মন্ত্রী জাম্বুবানে॥ সমুখেতে হনুমান করে কৃতাঞ্জলি। বালির কুমার সঙ্গে বীর মহাবলী। . নল নীল কেশরী আর তপন প্রধান। আর যে আছএ কপি কত নিব নাম॥ কটকের হুড়াহুড়ি সীতাকে দেখিতে। কলরব করে কিছু না পাই শুনিতে॥ উঠিয়া দাণ্ডান রাম রঘুকুল মণি। বিভীষণে ডাকিয়া বলেন কিছু বাণী॥ সীতাকে দেখিতে সভার সাধ আছে মনে। সর্ব্বজনে দেখুক সীতা নিষেধ কর কেনে॥ প্রজা সব পুত্র-তুল্য রাজা হন পিতা। রাজার রমণী হল্যে সভাকার মাত॥ মায় দেখিতে পুত্র ধায় কি বলিবে করে। অতি রূপবতী হল্যে আপন সম্বরে ৷ দমনে বানরগণ কদাচিৎ রয়। যার যে স্বভাব ধর্ম্ম আপনি রাখয়॥ শুন ভাই মিতা আর না কর বারণ। ছাড়া দেয় সীতাকে দেখুক সর্ব্বজন। এত বিবরণ শুন্তা রামের বয়ানে। বিভীষণ রাজা তবে ভাবে মনে মনে। (s) १४॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।