রামায়ণ—দ্বিজ লক্ষণ—ল্পঃ ১৮শ শতাব্দী। আর যত সভাখণ্ড ভাবেন তখন। মনেতে করিছে সভে সীতার বর্জন॥ হেন কালে দোলা হত্যে বার্যাইল (১) সীতা। আকাশেতে পড়ে যেন কত বিদ্যুল্লতা॥ বস্ত্রে অঙ্গ ঢাকে মাত লাজে হন লুকি। বসন ফুটিয়া রূপ ভুবন আলো দেখি॥ রামের পাদ-পদ্ম দুটা সীতা নিরথিয়া। প্রণাম করেন মাতা অবনী লোটায়্যা॥ হরিষ বিষাদে রাম আশিষ করেন। জানকীর পানে চায়্যা বিরূপ বলেন। শুনহ জানকী আমি বলি তব ঠাঞি। তোমা হেন স্ত্রীয়ে মোর কিছু কার্য্য নাঞি॥ আমি আর গৃহিণী না করিব তোমায়। যথা ইচ্ছা তথা যায় দিলাম বিদায়॥ শুনিয়া রামের মুখে দারুণ কাহিনী। চক্ষু বায়া পড়ে জল জনক-নন্দিনী॥ বজ্রাঘাত সম বাক্য শুনি বুদ্ধিহারা। লোচন বাহিয়া দুটা পড়ে জলধারা। এই মোর নিবেদন শুন নারায়ণ॥ হনুরে পাঠাল্যে যবে তত্ত্ব করিবারে। রামচন্দ্র তখন কেন না বৰ্জ্জিলে মোরে॥ অগ্নি-কুণ্ড করা কিম্বা জলে প্রবেশিয়া। পরাণ তেজিতাঙ আমি কাতি (২) গলে দিয়া॥ দেয়র লক্ষ্মণ একবার চায় মোর পানে। আমা লাগ্য বল কিছু ত্রীরাম-চরণে॥ আমি সীতা অভাগিনী না করি কোন পাপ। একবার চায় রাম যুচুক সন্তাপ ৷ অগ্নি-কুণ্ড করা দেহ দেয়র লক্ষ্মণ। অগ্নিতে প্রবেশ কর্য তেজিব জীবন॥ আমার নিমিত্তে রাম কেন পাবে ক্লেশ। পাপিনী পুড়িয়া মরুক তোমরা যাও দেশ॥ (১) বাহির হুইল। (২) কাইস্তে। Goo » বিসর্জন। সীতার উত্তর এবং অগ্নিতে প্রবেশ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।