Ճ ԳՀ রামের শোক। বঙ্গ-সাহিত্য-পরিচয়। অশ্রু ঝুরে লক্ষ্মণ রামের পানে চান। অভিপ্রায় বুঝিয়া বলেন ভগবান॥ অলঙ্ঘ্য রামের বাক্য লজের কোন জন। কুণ্ড খুলিবারে গেলা ঠাকুর লক্ষ্মণ। অগ্নিকুণ্ড খুলেন তবে সুমিত্রার স্থত। অষ্ট হাত করিল কুণ্ড শাস্ত্রের বিহিত ৷ চন্দন-কাষ্ঠেতে সব ভয়াইল কুণ্ড। তাহার উপরে ঢালে চন্দন শ্রীখণ্ড॥ পাবক প্রদীপ্ত হৈয়া কুণ্ডময় বেড়ে।, জনক-নন্দিনী স্তব করেন কর-যোড়ে ৷ জানকী বলেন ব্রহ্মা তুমি তিন লোকের সাক্ষী। লুকাইয়া যে পাপ করে তায় তুমি দেখি। বচসি মনসি কায়ে জাগ্রতে স্বপনে। রাম বিনে অন্ত জন যদি জানি মনে॥ কায়মনোবাক্যে আমি যদি হই সতী। তবে অগ্নি তোমার ঠাঞি পাব অব্যাহতি॥ নতুবা যে জান মনে করিবে বিচার। কলঙ্ক না হয় যেন রামের আমার॥ এত বল্য পড়েন সীতা অগ্নির ভিতর। বাড়িয়া উঠিল বহি সুমেরু সোসর॥ গুগুর হুহু শব্দে ধরণী ভরিল। স্বৰ্গ মর্ত্তা রসাতল কঁাপিতে লাগিল। উকি দিয়া চীন রাম কুণ্ডের ভিতর। সীতারে না দেখিতে পাইয়া কান্দেন গদাধর॥ কুণ্ডের ভিতরে সীতা ব্রহ্মার সাক্ষাতে। মাতৃ তুল্য করি ব্রহ্মা রাখ্যাছেন সীতাকে। ভূমেতে পড়িয়া রাম ডাকেন সীতা বলা। দশ দিগ অন্ধকার মূর্ছাপন্ন হল্যা। রক্ত-বর্ণ চক্ষু অশ্রু ঝুরে অবিশ্রাম। বিনিঞা বিনিঞা কান্দেন করুণা-নিদান ৷ হায় হায় কিবা হল্য লক্ষ্মী ছাড়া গেল। উড় উডু করে প্রাণ সদাই চঞ্চল।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।