পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぐbro চন্দ্রকলায় নিবেদন। মুনির আশ্বাস। বঙ্গ-সাহিত্য-পরিচয়। স্নান করিয়া কন্ত হইল অচেতন। জিজ্ঞাসিয়া মহামুনি চাই ত কারণ॥ মুনি বোলে চন্দ্রকলা কহ সমাচার। শোকাকুল চিত্ত কেন দেখিএ তোমার। অঙ্গরাগ নাই কেন গলিত বসন। নয়নেত জলধারা বহে কি কারণ। জয়চন্দ্র নরপতি স্বদেশী ব্রাহ্মণ। পদবন্দে ইতিহাস করিল রচন॥ শুন মুনি দুঃখের কাহিনী। গেল আহ্মি সরোবর স্বান করিবার তর (১) সখীগণ করিয়া সঙ্গিনী॥ থাকিয়া জলের মাঝ দেখিলাম যুবরাজ কোটি চন্দ্র জিনি মুখ-ঠাম। কণ্ঠে দিব্য রত্নমালা যেন শোভা করে তারা নানা সাজে যেন ঘনশ্যাম ৷ নবরঙ্গ মহাবল হাসে বীর খল খল চাহিতে হরিয়া নিল প্রাণ। সত্য করিলাম আহ্মি শরীরে না সহে পুনি বিষ খাইয়া তেজিব পরাণ ৷ কোটি চন্দ্র জিনি মুখ দেখি হইল কৌতুক কোন বিধি হরি নিল তবে। দারুণ মুখের ঠানে ভুবন মোহিতে জানে দেখি মোর মজিলেক মন। নব জলধর জিনি অঙ্গের বরণ খানি হেন মনে দেখি অনুক্ষণ ৷ শুন শুন মুনিরাজ জীবনের নাই কণয না দেখিলে সে চাদ-বদন। মুনি বোলে চন্দ্রকলা তোহ্মার জীবন ভালা (২) পতি পাইলা নর-নারায়ণ॥ ব্রহ্মা তোকে দিল বর বলিলেক পুরন্দর সেই নাথ দেখিলা নয়নে। ெ তরে = জন্ত। (২) ভাল = ধন্ত।