পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–জগন্দ্রাম—খ্রঃ ১৮শ শতাব্দীর মধ্যভাগ। Qb-a গুহ গজানন লেহ (১) ব্যাজ আর না করিহ লঘুগতি চল ভূমিতলে। জগন্দ্রীম কাব্য কয় মোর যেবা ভাগ্যে হয় তব নাম পতিত-পাবনী। প্রাণের প্রয়াণ-কালে জিহবা যেন রাম বলে তবে তব নামগুণ জানি॥ শিব-বাক্য শ্রবণে দেবীর ক্রোধ। শঙ্করের কথা শুনি বলেন শঙ্করী। বাম অঙ্গ নৃত্য শুভ বলিলে বিচারি॥ দক্ষ অঙ্গ নাচে তাহে কিবা হবে হানি। বিবরণ ত্রিলোচন বলিবে এখনি॥ শ্রীরাম করেন পূজা কি কার্য্য বিশেষ। বনিতারে বিবরিয়ে বল ব্যোমকেশ॥ গঙ্গাধর কন শুন গণেশ-জননী। অল্প অপচয় বটে না মান সে হানি॥ পূজা প্রকাশিলা রাম তার যে কারণ। সে কথা গণেশ-মাতা শুন দিয়া মন॥ প্রভু রাম গুণধাম দেবের কারণে। দশরথ-গৃহে জন্ম লভিলা আপনে॥ পিতার বচন পালিবারে এল্যা বন। রাবণ করেছে তার জানকী হরণ॥ শিবমুখে রামের বৃত্তান্ত রাবণ তোমার দাস রামচন্দ্র জানি। শ্রবণ। তব পূজা আরম্ভিলা শ্রীরাম আপনি॥ তোমারে করিয়া তুষ্ট মাগিবেন বর। স্ববংশেতে ধ্বংস তবে হবে লঙ্কেশ্বর॥ এ নিমিত্তে পূজা চিত্তে ভাবহ ভবানী। রাবণ হইবে নাশ এই মাত্র হানি॥ এই অপচয় তেই নাচে দক্ষ অঙ্গ। অল্প দায় বটে মন না করিহ ভঙ্গ॥ পিতল বিফল হয় পাইলে কাঞ্চন। ইন্ধন করিয়ে ত্যাগ মিলিলে চন্দন॥ (১) লও।