রামায়ণ–জগন্দ্রাম—খ্রঃ ১৮শ শতাব্দীর মধ্যভাগ। (b~న উগ্র তপ তব জপ করিল রাবণ; ধ্যান করি যুগ ভরি কৈল অনশন। এক পদে তা পর সহস্র বর্ষ ছিল। সহস্র পূর্ণেতে এক মুণ্ড কাটি দিল। দশ দশ শত বর্ষে দশ শীর্ষ (১) দিয়া। তব পদ সেবিল সকল তেয়াগিয়া॥ সে কালে সরল হয়্যা কি বর না দিলে। পুত্র বলি অগ্নিকুণ্ড হত্যে কোলে নিলে। মোর ক্রেগড়ে দিয়া পুনঃ বলিলে আমারে। জ্যেষ্ঠ পুত্র রাবণের ভার লাগে তোরে (২)। তদবধি লঙ্কাপুরে মোর হল্য বাস। উগ্রচণ্ড খাণ্ডা ধরি রক্ষা করি দাস॥ সে সব বৃত্তান্ত নাকি নিতান্ত ভুলিলে। বুঝি ভোলানাথ ভাঙ্গে ভ্রমে ভুলি গেলে॥ রাবণ ভুবনে মোর ভক্তের প্রধান। কীর্ত্তিক গণেশ নহে তাহার সমান॥ পুত্রভাব রাবণেরে জানয়ে সংসারে। সে যদি মরে ধিক্ থাকুক মো সবারে॥ আমি দুর্গা দুৰ্গতিনাশিনী মোর খ্যাতি। মোর দাস করে নাশ কাহার শকতি ৷ প্রচণ্ড চামুণ্ড আমি খাণ্ড ধরি যাব। রাবণেরে পৃষ্ঠে রাখি সংগ্রামে দাড়াব ৷ দেখিব দানব দেব অস্থর রাক্ষস। সুপর্ণ পন্নগ যক্ষ ঋক্ষের সাহস॥ ভূত প্রেত পিশাচ গন্ধর্ব্ব বেতালেতে। নর কি বানর যেবা আসিবে সাক্ষাতে॥ সমুলেতে সংগ্রামেতে সংহার করিব। ভক্তের কারণে ভূমি শোণিতে ভাসাৰ॥ নিশুম্ভ শুন্তরে আমি নাশ কৈল ক্ষণে। মহিষমর্দ্দিনী নাম লুকাল ভুবনে॥ আহি মহী সহিত করিব সর্ব্বগ্রাস। তথাপি রাখিবহে রাবণ নিজ-দাস॥ (১) মন্তক। (২) তোমার উপর ভার অর্পিত।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।