এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৯২
বঙ্গ-সাহিত্য-পরিচয়।
একবার শিব বলয়ে যে জীব
তাহার পিছে ধাও॥
তোমার পারা[১] হবেক যারা
তারা বুঝিতে পারে।
আপনার দাস তাহার বিনাশ
শিবা দেখিতে নারে॥
অশেষ মত বুঝাত্যে কত
পারিবে ত্রিলোচন।
বলিল উজা[২] চাহিনী পূজা
বাঁচুক রাবণ-ধন॥
তোমার কথায় যদি দিয়ে তায়
ভাবিয়ে দেখ মনে।
যেই ভজিবেক সেই মজিবেক
তবে পূজিবে কেনে॥
সেবক তারা নামটি পারা
আজি হত্যে গেল তবে।
ভক্ত-মারা এ নাম সারা
জাগিল এই ভবে॥
নবীন পয়ার পাঁচালীর সার
জগৎরামে গায়।
এই কলিতে রাম বলিতে
যেমন পরাণ যায়॥
ব্যঙ্গচ্ছলে মহাদেবের পার্ব্বতী-গুণ-কীর্ত্তন।
শুনলো শিবা বলিব কিবা
তোমার গুণের কথা।
কহিলে মরম পাইবে সরম
গণপতির মাতা॥
পূর্ব্বকালে রণ-স্থলে
রক্তবীজের নাশে।