এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৯৪
বঙ্গ-সাহিত্য-পরিচয়।
এ সব মনে পড়িবে কেনে
সে গেল অনেক দিন।
তে কারণে কই মোর হৃদে সেই
দেখ তোর পদ-চিন[১]॥
তব পদ-চিন ধরি রাত্রি দিন
সদা প্রমুদিত মনে।
চরণ-চিহ্ন লভিয়া ধন্য
মান তারে দোষ কেনে॥
আমি সে যেমন তুমি সে তেমন
এমন আর কি হবে।
কেহ নই কম দোষ-গুণে সম
বেদে মানে এক ভাবে॥
আমি সে অধীন তুমি বাস ভিন[২]
এ কথা কহিব কায়।
শুনলো তারা আমার পারা
না পাবি গণেশ মায়॥[৩]
পতির বাণী শুনি ভবানী
হরের হৃদয়ে চান।
চরণাঙ্কিত হৃদি ভূষিত
নিজে দেখিতে পান॥
চণ্ডীর লজ্জা ও অনুতাপ।হৈলা লজ্জিত কোপ-বর্জ্জিত
গদগদ অধোমুখী।
অতি প্রমোদে হরের পদে
পড়িল সজল আখি॥
জগতে[৪] গায় এবার চায়
হর-গৌরীর পদে।
যুগলরূপ রসের কূপ
দেখা পাই যেন হৃদে॥