পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৯৬
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

তারা ধরিয়া করে গিরি-শিখরে
কেহ কেহ তরু-ডাল॥
কিবা কোনহ কপি মনেতে কুপি
ঘুরাইয়া তরুবরে।
তাহা কাহারো মাথে মাররে তাথে
সেহ যায় যম-ঘরে॥

কেহ কেহ বা কারে গিরি-শিখরে
প্রহারিয়া করে চূর।
কেহ ধ্বজ উপাড়ি তাহাতে করি
কারেও করিছে দূর॥
কেহ রথের চাক ধরিয়া পাক
দিয়া কোন জনে মারে।
কেহ ধরিয়া করী তুলিয়া মারি
বধিতেছে কাহাকারে॥
আর কেহ বা খরে করিয়া মারে
কেহ বা ঘোটকে করি।
কিবা কেহ বা নখে কেহ বা মুখে
কেহ বা লাঙ্গুলে ধরি॥
সেই প্রহারে হত রাক্ষস যত
মরি মরি রব করে।
কেহ তেজিয়া প্রাণ ষমের স্থান
চলে দেখিবার তরে॥
কেহ ভূমিতে পড়ি দিতেছে গড়ি
কেহ হয় মূরছিত।
কেহ রুধির-ধারে বমন করে
মুখ দিয়া মূঢ়-চিত॥

কারো ভাঙ্গিল হস্ত কাহারো মস্ত
কাহারো জঙ্ঘা ঊরু।
কারো ভাঙ্গিল বক্ষ কাহারো কক্ষ
কারো নাসা কাণ ভূরু॥
তাহে হইয়া ভীত রাক্ষস যত
পলায়ন করিতেছে।