এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৯৮
বঙ্গ-সাহিত্য-পরিচয়।
তাহে হইল চূর্ণ তাহার স্বর্ণ
মুকুট সহিতে শির।
তবে রাক্ষস যত দেখিয়া হত
সেনাপতি নিশাচরে।
তার ত্রাসিত চিতে পলায় দ্রুতে
রণ ছাড়ি নিজ ঘরে॥
কিবা ধরিয়া গাছে তাদের পাছে
যতেক বানরগণ।
তারা হুঙ্কার ছাড়ি যাইছে তাড়ি[১]
অতি আনন্দিত মন॥
তবে জিনিয়া রণে আপন স্থানে
আসি বসি বায়ু-সুত।
কিবা ভাবেন মনে রঘু-নন্দনে
আনন্দে উল্লাসযুত॥
রাম-স্তোত্র।
অতি সকরুণ নিরমল গুণ
অমর-মুকুট-হীর।
জয় রঘুবর জয় রঘুবর
জয় রঘুবর বীর॥
সুরভি-অবনি সব সুর মুনি
ভয় হর রণথির।
জয় রঘুবর জয় রঘুবর
জয় রঘুবর ধীর॥
অপরিগণিত মহিমখচিত
বচন-মন-বিদূর।
জয় রঘুবর জয় রঘুবর
জয় রঘুবর শূর॥
অচল সচল প্রভৃতি সকল
ভুবন সৃজন ধাত।
জয় রঘুবর জয় ধঘুবর
জয় রঘুবর তাত॥
- ↑ তাড়াইয়া।