পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ – রঘুনন্দন–জন্ম ১৭৮৫ খৃষ্টাব্দ। (సిన দশমুখ-বল হর-ভুজ-বল মধুরিম-রসকুপ। জয় রঘুবর জয় রঘুবর জয় রঘুবর ভূপ। জগদীশ্রয় করুণাময় নিখিল-শকতিধারী। জয় রঘুবর জয় রঘুবর স্থর-মুনি-হিতকারী॥ শুনি স্বরগণ · কৃত যাচন জগতে অবতারি। রাবণ-মদ-হারী॥ গৌতম মুনি- রাজ-গৃহিণী পাবন পদ-রেণু। জয় রঘুবর জয় রঘুবর পালিত সুর-ধেনু॥ জনক-নাম নৃপতি কামপূরক-ভুজ-দণ্ড। রজনী-চর সজ-তিমির পরিনাশন ভানু? নৃসিংহ অবতার ও হিরণ্যকশিপু বধ। দৈত্যরাজ হিরণ্যকশিপু তাহার পুত্র প্রহ্নাদকে কিছুতেই হরিগুণ-গান হইতে নিবৃত্ত করিতে না পারিয়া “তোর হরি কোথায়?” এই বলিয়া তাড়না করিতেছেন। এখানে তৎপরবর্তী ঘটনা বিবৃত হইতেছে। হিরণ্যকশিপু তারে না পাই দেখিতে। প্রহলাদেরে পুনঃ কহে কঁাপিতে কঁাপিতে॥ যদি স্তম্ভ মাঝে আছে তোর নারায়ণ। করুক দেখিএ তোর জীবন-রক্ষণ॥ এই আমি তোর মাথা কাটি খঙ্গে কৰি। রক্ষা কর তোরে তোর জগদীশ হরি।