i i
তারা বঙ্গ-সাহিত্য-পরিচয়। এত কহি খড়গ ধরি আসন হইতে। হুঙ্কার করিয়া সেহ পড়িল ভূমিতে। তথাপি তাহার পুত্র ভয়-শূন্ত মন। করিছেন স্তম্ভ-মাঝে কৃষ্ণে নিরীক্ষণ॥ তাহা দেখি আরো ক্রুদ্ধ হয়্যা দৈত্য-পতি। প্রহার না করি পুনঃ কহে তার প্রতি॥ ওরে মূঢ় কি দেখিছ এখনো স্তম্ভেতে। রয়েছে কি তোর হরি উহার মধ্যেতে॥ এত কহি সেই মণি-স্তম্ভের উপরি। মারিলেক বজ্র হেন মুষ্টি দেব-অরি (১)। সেই মুষ্টি-পাতে মধ্যে ভাঙ্গিল সে থাম। উৰ্দ্ধ-খণ্ড ভূতলে পড়িল অনুপাম॥ উপস্থিত হল্য সন্ধ্যা হেনই সময়। শাস্ত্রে যারে রাত্রি দিন ভিন্ন করি কয়॥ তবে সেই ক্ষণে সেই স্তম্ভের ভিতর। অসম্ভব এক রব অতি ঘোরতর॥ উপমান দিতে স্থান তবে বুঝি হয়। এক ক্ষণে কোটি ঘনে গভীর গর্জয়॥ ঘোর রব দিক সব ছাদন করিলা। কুর্ম্ম-পতি ক্ষুব্ধ-মতি কঁাপিতে লাগিলা॥ নাগ-পতি ফণা ততি লাগিল ঘুরিতে। করী সব ঘোর রব লাগিল করিতে॥ নাগ-কুল সমাকুল মুদিল নয়ন। নয়নেই করে যেই- হেতুক শ্রবণ। কুলাচল ধরাতল করে টলমল। পয়োনিধি অনবধি উছলয়ে জল॥ নারী নর পাই ডর কঁপিয়া কঁাপিয়া। ভূমিতলে সেই স্থলে ছিল যে দাড়িয়॥ নানা স্থানে যোগাসনে যত যোগিগণ। ত্যজি ধ্যান হত-জ্ঞান মহা-ফুব্ধ মন॥ ( > ) দৈত্য = হির শ্যক শিপু। \Oj =