লহাভাত্রত। 一つ。S_R-2イエー রামায়ণ ও মহাভারত উভয়ই সম্ভবতঃ এৰু সময়ে বঙ্গভাষায় অনুদিত হইয়াছিল। কৃত্তিবাস রামায়ণের এবং সম্ভবতঃ সঞ্জয়ই মহাভারতের আদি-অনুবাদক এবং উভয়েই সামসময়িক। বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ১৫০ পৃষ্ঠায় দ্রষ্টব্য। সঞ্জয়ের পরিচয় পাওয়া যায় নাই, একস্থলে মাত্র উল্লিখিত দৃষ্ট হয় যে, সঞ্জয় ভরদ্বাজগোত্রীয় ছিলেন। তিনি ব্রাহ্মণ ছিলেন কি না বলা যায় না। ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলেই তাহার মহাভারত প্রভূত পরিমাণে পাওয়া যায়। চট্টগ্রাম, নোয়াখালি, শ্রীহট্ট, মৈয়মনসিংহ প্রভৃতি অঞ্চলেও এক সময়ে এই গ্রন্থের পুথি বিশেষরূপ প্রচলিত ছিল। কিন্তু বিক্রমপুরই কবির জন্মভূমি ছিল মনে হয়,— তথায় বল্লাল সেনের সামসময়িক ভরদ্বাজগোত্রীয় বৈদ্যগণ এক সময়ে অতি সন্ত্রান্ত ও শিক্ষিত ছিলেন, ইহারাই বিক্রমপুরের ভদ্র অধিবাসিগণের মধ্যে অন্ততর প্রাচীন বংশ। সঞ্জয় নিজ নামের সঙ্গে “দ্বিজ” কিংবা পারিবারিক কোন উপাধির উল্লেখ করেন নাই। তিনি বৈদ্যবংশ সস্তৃত হইতে পারেন। যাহা হউক, এসম্বন্ধে নিশ্চিত প্রমাণাভাবে আমরা কাল্পনিক অনুমানের বৃদ্ধি করিব না। সঞ্জয়-রচিত মহাভারত। বিরাট পর্ব্ব। বিরাট সভায় যুধিষ্ঠিরাদির পরিচয়। বিরাট রাজার পুত্র উত্তর অর্জুনসহায় হইয়া বিপুল কুরুসৈন্ত জয় করিয়া অপহৃত গোধন উদ্ধার পূর্বক ফিরিয়া আসিয়াছেন। এই সংবাদ প্রচারিত হওয়াতে বিরাট রাজা পুত্রকে অভিনন্দন করিতেছেন। পুত্র (১) জয় শুনি রাজা (২) মনেত আহলাদ। দুতেরে দিলেক রাজা বহুল প্রসাদ॥ গজ বাজী সেনাপতি পাঠাইল বিস্তর। গজস্কন্ধে চড়ি চলে কুমার সকল॥ (১) উত্তর। (২) বিরাট-রাজা।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।