পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—সঞ্জয়—১৪শ শতাব্দী। ○>> সুভদ্রক নামে দ্বিজ রাজার অমাত্য। সদাএ খেলাএ সারি তাহান সহিত॥ সারি যুদ্ধে জয় যুদ্ধে নাহি রহে ধর্ম্ম। ক্রোধ উপজিলে করে সেই সব কর্ম্ম॥ আর দিন পাশতে দুইর দ্বন্দ্ব হইল। ক্রোধক্কপে নরপতি ব্রাহ্মণ চাহিল॥ চিরদিন রাজ্য করি সেই রাজা মরে। ব্রাহ্মণ চাহিল ক্রোধে সেই ফল ধরে॥ সেই শাপ অনুসারি হইলেক ধন্ধ। সপ্ত জন্ম অবধি নৃপতি ছিল অন্ধ। ক্রোধ করি ব্রাহ্মণ করয়ে নিরীক্ষণ। সপ্ত জন্ম থাকে সেই মুদিয়া নয়ন॥ না পুনি পাতক দূৱ হৈব এহি স্থান। কঙ্কের সমান করি সুবর্ণ কর দান॥ তবে রাজাএ সেই মতে স্বীকার করিল। কঙ্কের নিকট রাজার কঙ্কের পাএত ধরি পরিহার কৈল॥ ক্ষমা-ভিক্ষা। কঙ্কে বোলে আমি তোহ্মা প্রথমে ক্ষমিল। দ্রৌপদী দিলেক পাত্র তাতে সমৰ্পিল॥ আহ্মার শোণিত-বিন্দু যে ভূমেতে পড়ে। সে ভূমির রাজা প্রজা মৃত্যু যে পীড়ে। এতেক তোহ্মারে আক্ষি ক্ষমিছি প্রথমে। তোহ্মা সনে ক্রোধ পুনি নাহি মোর মনে॥ তবে রাজা কঙ্ক সনে অতি প্রিয় মনে। পুত্র স্থানে পুছে রাজা যুদ্ধ বিবরণে॥ কুমারে কহেন মুই সমরেত যাইতে। এক দেব সনে দেখা হইল পথেতে॥ বৃহন্নলা সনে মুই পশিলুম রণয়। সেই দেবে যুদ্ধ জিনি দিলেক বিজয়॥ দেব-সাহায্যে যুদ্ধজয়। কুরু-সৈন্ত সকল করিলুম পরাভব। তবে আহ্মি উদ্ধারিলম ধেনু বৎস সব॥ এবে সেই সব কথা কহিলুম সকল। এথাতে আসিব দিন চারির ভিতর॥