মহাভারত—সঞ্জয়—১৪শ শতাব্দী। ○>○ হেন কানে বিরাটেরে দেখিলেক দূরে। সত্বরে জানাইল গিয়া বিরাট গোচরে॥ শুন শুন মহারাজ বিরাট অধিকারী। রাজা হৈয়া বসিয়াছে ছয় দেশান্তরী॥ বিরাট-রাজার ক্রোধ। সিংহাসনে বসি কঙ্ক হইছে রাজন। যুবরাজ হইয়াছে বল্লভ ব্রাহ্মণ॥ পাটেশ্বরী হইআছে সৈরিন্ধী গুণবতী। গোবৈদ্য অশ্ববৈষ্ঠ সমুখে সারথি। (১) বৃহন্নলা নাটকী (২) যে সমুখে পয়ান। বিচিত্র ধনুক হাতে ইন্দ্রের সমান॥ তেজ বলে দেখি এহি মনুষ্য না হএ। কহিলাম সকল কথা শুন মহাশয়॥ অনুচর মুখে শুনি বিপরীত কায। ধন্ধ হৈয়া সত্বরে চলিলা মৎস্তরাজ॥ দেখিয়া বিরাট রাজা সবিস্ময় মন। ছয় দেশান্তর দেখে একত্র মিলন ৷ বিরাটে কহেন দেথ ইকি বিপরীত। এমত করিতে নহে শাস্ত্র অনুচিত ৷ এতেক কহিএ আহ্মি না হএ উচিত। ধর্ম্মেত বিরোধ হএ লোকেত কুৎসিত। পাত্র হৈয় যেবা লয় রাজার আসন। বহুল পাতক হয় নরকে গমন॥ মত্ত হইয়া কর্ম্ম করএ অহঙ্কার। তবে আর না রহিব ধর্ম্মের আচার॥ যার যেই কর্ম্ম জানি বিধি নিযোজিত। সেই সে করিব কর্ম্ম বেদের বিহিত॥ এতেক কহিএ আহ্মি শুন দিয়া মন। মন্ত হইয় লয় তুমি আহ্মার আসন। তাহা শুনি ঈষৎ হাসএ ধনঞ্জয়। অৰ্জুনের উ কহিতে লাগিল বীর প্রসন্ন হৃদয়॥ তত্তর। (১) নকুল ও সহদেব এতদিন বিরাট রাজার গোলন্ত ও অশ্ববৈস্তের পদে ছদ্মবেশে ছিলেন; এখন তাহারা যুধিষ্ঠিরের সারথি হইয় দণ্ডায়মান। (২) যে নৃত্য করে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।