পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○>と。 অভিমন্ত্য ও উত্তরা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। অৰ্জ্জুনক ভূপতিএ করন্ত পরিহার। এক বাক্য মহাশয় পালিব আহ্মার॥ যদি তুঙ্গি মোরে কৃপা হয়ত আপন। তবে মোর কন্যা তুদ্ধি করহ গ্রহণ॥ যুধিষ্ঠির প্রণয় করএ পুনি পুনি (১) আপনে করহ আজ্ঞা ধর্ম্ম মহামণি॥ নৃপতি কহেন ভাই নহে অনুচিত। বিরাট কুমারী গৃহে আহ্মার কুৎসিত। (২) যোড়হস্তে ধনঞ্জয়ে কহিল বচন। উত্তর কুমারী আহ্মার কন্যার লক্ষণ॥ পঠাইলাম (৩) স্নেহ করি ছহিত যে হএ। জ্ঞানদাতা পিতা হেন সর্ব্বশাস্ত্রে কত্র॥ এতেক কহিএ আহ্মি মোর যোগ্য নহে। অভিমন্ত্য পুত্র মোর তান যোগ্য হএ॥ শুনি রাজা যুধিষ্ঠির অমৃত সিঞ্চিল। পাছু পাছু করি তাহাএ আলিঙ্গন দিল॥ শুনিঞা বিরাট-রাজা হৈল হরষিত। বিবাহ-মঙ্গল-বান্ত রাজার পুরীত॥ কবীন্দ্র পরমেশ্বরের মহাভারত। ভীষ্ম পর্ব্ব। পরাগল খাঁ সম্রাট হুসেন সাহের সেনাপতি ছিলেন। সম্রাট তাহাকে চট্টগ্রাম জয় করিতে নিয়োজিত করেন। চট্টগ্রাম পরাজয় করিয়া পরাগল খ। ফেণী নদীর তীরে “পরাগলপুর গ্রামে” রাজধানী স্থাপন পূর্ব্বক বিপুল সাম্রাজ্যের শাসনকর্ত্ত হন। তাহারই আদেশে কবীন্দ্র পরমেশ্বর নামক জনৈক কবি অশ্বমেধ পর্বের পূর্ব পর্য্যন্ত সমগ্র ভারত গ্রন্থ অনুবাদ করেন। এই মহাভারত পূর্ব্বাঞ্চলে “পরাগলী মহাভারত” নামে পরিচিত। বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ১৫৫ পৃষ্ঠায় দ্রষ্টব্য। (১) পুনঃ পুনঃ। - (২) বিরাট-কুমারী আমাদের গৃহে অৰ্জুনের স্ত্রীস্বরূপ হইলে তাহা অতি কুৎসিং হইবে। (৩) পড়াইলাম।