প্রাচীন,—৩০০ লোক বলিয়া অনুমান করি। যজ্ঞের অশ্ব মণিপুরে উপনীত। অর্জন-তনয় বক্রবাহন বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠান পূর্বক যজ্ঞাশ্ব লইয়া দ্বিজ অভিরামের মহাভারত। অশ্বমেধ-পর্ব্ব। দ্বিজ অভিরামের কোন পরিচয় পাওয়া যায় নাই। যে পুথি হইতে এই কবির রচনা উদ্ধৃত হইল তাহা বিশ্বকোষ-আফিসের। হস্তলিপি অতি বৎসরের উপরে। আমরা কবিকে পঞ্চদশ শতাব্দীর অর্জনের নিকট সমাগত। অর্জন-কৃত বভক্রবাহনের অপমান। হৃদয় পরম মুখে আখি অনিমিথে দেখে মণিপুর অতি স্থমোহন। অনুপম পুরী-শোভ জগজন-মনোলোভা সভে তথি কৃষ্ণ-পরায়ণ॥ বিচিত্র নির্ম্মাণ ঘর চারি পাশে থরে থর বিচিত্র হিঙ্গুল হরিতালে। অনুপম পুরী-শোভা জগজন-মনোলোভা কুসুম-রচিত চারু চালে। বান্ধে সুরঙ্গীন বেত আচ্ছাদি বসন নেত শিখিপুচ্ছ সুমোহন সাজে। মণি মুকুতার ঝারা উপরে কনক বারা তথি শ্বেত পতাকা বিরাজে॥ গৃহে গৃহে স্বনিকট বিচিত্র দেউল মঠ ক্ষেত্রী বৈহু শূদ্র নানা জাতি। ধূপ দীপ উপহারে কৃষ্ণ আরাধন করে কি পুরুষ কিবা নারী তথি। দেখি মণিপুরময় গৃহে গৃহে দেবালয় বিচিত্র চৌখণ্ডী শাস্ত্রশালা। সভে রূপগুণময় অঙ্গে আভরণচয় শত শত শিশু করে খেলা ৷ মণিপুর।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।