পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩৬ বিষয়ার অনুরাগ। “বিষের” পরিবর্তে “বিষয়”। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এত বলি বনেতে বিহার সভে কৈল। বন-তাপে সর্ব্বজন তাপিত হইল॥ শ্রম হৈয়া ঘর্ম্মমুখী সভে যায় জলে। হাতাহাতী মত্ত হৈয়া সভে কুতূহলে ৷ বিহার করেন সভে জলে প্রবেশিয়া। অন্তোন্তে জল সভে দিছেন ফেলিয়া॥ পদ্মের মৃণালে জল তোলয়ে চুম্বকে। ফুকরি ফুকরি জল দেয় মুখে মুখে॥ এই মত জল ক্রীড়া সভে সাঙ্গ দিয়া। পরিলেন বস্ত্র সভে কুলেতে উঠিয়া। হেন কালে চন্দ্রহাসে বিষয়া দেখিল। সহসা মোহিত কন্ত চিত্ত মগ্ন হৈল॥ আমার সমান পতি এই কৈল মনে। তবে জানি বিধি মোরে হয় স্থপ্রসন্নে৷ ভজ কৃষ্ণ-পদ-দ্বন্দু চিত্ত অভিলাষ। ভকতি করিয়া বন্দে ঘনশ্যাম দাস॥ চন্দ্রহাস দেখিয়া বিষয়া মত্ত মন। প্রাণে নাহিক স্থির আচল চরণ॥ তবেত বিষয়া সেই রহিল পশ্চাতে। নিরীক্ষণ করে অঙ্গ দাণ্ডাইয়া পথে॥ নিদ্রা যায় চন্দ্রহাস কিছু নাঞি জানে। বিষয়া দেখিল তার পাগেতে লিখনে॥ ভাঙ্গিয় তাহার মুদ্র লাগিল পড়িতে। পিতার অক্ষর সব জানিল নিশ্চিতে॥ মদনে লিখিয়াছে পিতা অনেক সম্মান। গত মাত্রে চন্দ্রহাসে বিষ দিহ দান। পত্র দেখি বিষয়া তবে ভাবিল অন্তরে। এই পত্র দেখিবেন মোর সহোদরে। গত মাত্রে ইহারে মারিব বিষ দিয়া। ইহা বিনু অন্ত পতি নাহি চাহে হিয়া॥ নয়নের কজ্জল লইল সুবিধানে। লেখিল বিষয়া-দান দিহত মদনে॥