やか○b" বিবাহ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। শুনিঞ দ্বারীর বাক্য উঠিল মদন। চলিল সকল লোক সংহতি তখন॥ গাএর উত্তরী-বস্ত্র খসিয়া পড়িল। চন্দ্রহাস-দরশনে মহাত্রস্ত হৈল॥ দ্বারে আসি দুই জনে হৈল দরশন। আলিঙ্গন কৈল দোহে হর্ষান্বিত মন॥ আসন বসিতে দিল পাদ্য অৰ্ঘ্য জল। পশ্চাতে মদন তারে পুছেন কুশল। সংপ্রতি আছএ কিবা কলিঙ্গের সনে। ব্রাহ্মণ বৈষ্ণব বিত্ত (১) সুখী প্রজাগণে। তোমার কুশল আদি সাক্ষাতে দেখিল। বড় ভাগ্য হৈতে তোমার দরশন পাইল॥ এতেক শুনিঞা পত্র দিল ফেলাইয়া। পঠএ মদন পত্র বিরলে বসিয়া॥ মদন বলেন পত্র পড়ি সভার স্থানে। পিতার লিখন যেন শুনে সর্ব্বজনে॥ পঠেন স্বস্তিকবাণী করিয়া প্রকাশ। সম্পদের ধন মোর এই চন্দ্রহাস॥ কুল শীল গুণ কিছু না করিহ মনে। গতমাত্র ইহারে বিষয়া দিহ দানে॥ পত্র পড়ি মদন হইল কুতূহলে। মোর বংশ পবিত্র হইল এত কালে॥ যাহারে চিন্তিল আমি সেই প্রিয়ম্বদ। শুনিএ বিষয়া মনে প্রেমে গদগদ॥ বসিয়া সর্থীর সঙ্গে চিন্তয়ে চণ্ডীরে। গন্ধ পুষ্প ধূপ দিয়া জাগরণ করে। যজ্ঞ করি বলিদান দিব চণ্ডীমাত। চন্দ্রহাস পতি যেন না হয় অন্যথা॥ তবেত মদন দোহারে করিল গণনা। বিধির নির্ব্বন্ধে লগ্ন হইল দুজন॥ (১) বৃত্তা=বৃত্তিভোগী।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।