পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ8b বঙ্গ-সাহিত্য-পরিচয়। এত ভাবি চিন্তিত হইল নরনাথ। অনস্বয়া প্রিয়ম্বদা পুছিল পশ্চাৎ॥ কেনে চিন্তা ভাব তুহ্মি হইয়া নিঃশব্দ। উত্তর না দেয় কেনে হইলা যে স্তব্ধ। রাজা বোলে এক বাক্য জিজ্ঞাসি তোহ্মাত। নিশ্চয় কপট ছাড়ি কহিবা আহ্মাত॥ সদায় ধর্ম্মেত মন নাহি অনাচার। ব্রাহ্মণীতে কেহ্নে চিত্ত গেল যে আহ্মার॥ এতেক সন্দেহ বড় তোহ্মাতে জিজ্ঞাসি। লোকে বোলে উগ্র বড় কথ মহাঋষি ৷ কামভাবে কেহ্নে নারী সে মুনি লইল। তাহান ঔরষে কন্ত কেমতে জন্মিল ৷ এহারে জানিতে মনে বাঞ্ছা হইল তবে। চিত্ত মোর শান্ত হৌক তুঙ্গি কহ যবে॥ তবে প্রিয়ম্বদা বোলে শুন নরনাথ। ইহার জন্মের কথা কহিব তোহ্মাত॥ এক ঋষি আসি কন্ত আশ্রমে দেখিল। তবে সেই ঋষির স্থানে জিজ্ঞাসা করিল। কোন জাতি নারী এহি আশ্রমে তোহ্মার। তুমি বড় উগ্র জানি এ কন্যা কাহার॥ তবে কথমুনি কথা তাহাতে কহিল। আহ্মরা নিকটে থাকি সে কথা শুনিল॥ সে কথা তোহ্মাতে কহি শুন দিয়া মন। শকুন্তলা কুমারীর জন্ম বিবরণ॥ বিশ্বামিত্রের তপোভঙ্গোপলক্ষ্যে বসন্ত-বর্ণন। চৈত্র বসন্ত মাসে সৌরভ শীতল বাসে তরু লতা কুসুমে শোভিত। বায়ু বহে মন্দগতি যুবক যুবতী প্রতি পশু পক্ষী সব আনন্দিত॥ ভ্রমর ভ্রমন্ত ফুলে কুহু কুহু শব্দ করে ময়ুর মণ্ডলী করি নাচে। শার শুক কপোত হংস চক্রবাক যুক্ত জল স্থলে সুশোভিত আছে ৷