পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—রাজেন্দ্র দাস—১৬শ শতাব্দী | J8న নদী দীঘি সরোবর সকল নির্ম্মল জল পদ্ম উৎপল শোভা করে। তথা কিছু নাহি ভয় সকল আনন্দময় আপনার ইচ্ছা-মুখে চরে। সাজিলেক বিদ্যাধরী নানারূপ বেশ করি এ তিন ভুবন মোহিবার। সহজে অপূর্ব্ব বাল সম্পূর্ণ ষোড়শ কলা উপমা নাহিক রূপ যার॥ অনঙ্গমোহিনী ধনী ক্ষীণ-মাজা সুবদনী হেলিয়া পড়এ মন্দ বাএ। কেহ পদ্ম সুগন্ধী অতি যত্নে গঠিত বিধি অগুরু চন্দন লেপে গাএ॥ উত্তম কমল-কান্তি গঠন বিধির পাতি বিম্ব-অধরে মন্দ হাসে। মত্ত ধীর গজ-গতি চলন বিবিধ ভাতি যে রূপে ভুবন পরকাশে॥ কস্তুরী কুঙ্কুম ভালে কপালে তিলক জলে কুটিল অলকাপাতি সাজে। শোভিছে কবরীভার অমল কস্তুর আর অনঙ্গ হইল কাম লাজে॥ দিব্য পাটাম্বর গাএ উড়িয়াছে মন্দ বাএ মন্দ-গতি যৌবনের ভরে। মালিনী নদীর তীরে হাটি যায় ধীরে ধীরে বিশ্বামিত্রে যথা তপ করে॥ গান্ধর্ব্ব বিবাহের পর। বিবাহের পর প্রতিবেশিনী বৃদ্ধ মুনিপত্নীগণ শকুন্তলাকে প্রশ্ন করিতেছেন। হাস্ত-পরিহাস্তে শকুন্তলাকে ইচ্ছিল। একেশ্বর তপোবনে মুনি এড়ি গেল। সম্বন্ধে নাতিনী তুস্কি জিজ্ঞাসি তোহ্মা ঠাই। বনেত পাইয়া কিবা বরিছ (১) জামাই॥ (১) বরণ করিয়া লইয়াছ। ッ。