মহাভারত—রাজেন্দ্র দাস—১৬শ শতাব্দী। ৬৫৩ আমাকে নিন্দহ তুমি পাপের সহায়। এ সবে শরীরে থাকি দেখে সর্ব্বদায়॥ আপনে আইলুম জানি অবজ্ঞা করসি। আহ্মি সতী পতিব্রতা তুহ্মি না জানসি। 臺 臺 豪 臺 রাজা বোলে যত বোল অসত্য বচন। এহাকে প্রত্যয় যায় আছে কোন জন॥ কথা (১) স্বর্গ মেনকা কথা বিশ্বামিত্র ঋষি। কথা তোর সনে দেখা প্রলাপ করসি॥ যত কহ কিছু আহ্মি স্বপ্নেহ ন জানি। যথা ইচ্ছ। তথা যায় তোহ্মাকে না চিহ্নি॥ 臺 蠍 肇 臺 কান্দিতে কান্দিতে কন্যা হইল বাহিরে। প্রত্যাখ্যাত। বিদ্যুতের ছটা যেন গগনে নিঃসরে॥ বিস্মিত দেখিয়া লোকে রাজাক নিন্দিল। অমাত্য সকলে তারে বিস্তর বলিল॥ ব্রাহ্মণের শাপ হেতু না ফিরিল মন। নগরে যাইতে কন্যা করয়ে ক্রনন ৷ অবজ্ঞা করিয়া মুনি-শিষ্য সব যাএ। কাতর হরিণী যেন পাছে পাছে ধাএ॥ চলিতে না পারে দুই বা তিন চরণ। ধরণী উছট খাইয় পড়ে ঘনে ঘন॥ মুনি-পুত্রে এড়ি যায় ফিরিয়া না চাহে। পথেত পড়িয়া নারী কান্দে দীর্ঘ রাএ॥ আছাড় খাইয়া পড়ে ভূমির উপর। বজাঘাত পাইয়া যেন পড়ে তরুবর॥ দীঘল চিকুর চারু ধরণী লোটাএ। মণিময় অলঙ্কার দূরে গড়ি যাএ। নাহিক দোসর জন দিতে পাতি জান। মৃত্যুর পরশে যেন আইসে যায় প্রাণ॥ (১) কোথায়।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।