৬৫8 ' বঙ্গ-সাহিত্য-পরিচয়। বাল বৃদ্ধ যুবক যে ঘরে না রছিল। রাজ-দগু-ভয় কেহ মনে না ধরিল। লজ্জায় বিকল তন্তু বসিল উঠিয়া। কুহুরি কুহুরি কান্দে তাপিত হইয়া॥ পরিত্যক্ত শকুন্তলা। উপজিল বড় দুঃখ শুকাইল অধর-মুখ ধাএ যেন কাতর হরিণী। কান্দে সুললিত রবে শুনিতে পাষাণ দ্রবে সকরুণে বিদরে ধরণী॥ বনদেব যায় শুনে কান্দয় পথিকগণে জীব জন্তু কার প্রাণে ধরে। সে দেশের যত লোক ডুবিল দারুণ শোক ধৈর্য কাহার নাহি রহে॥ ক্ষুন্ন পথিকের চিত সে রাজা কেমনে জীত (১) তার কি শরীরে প্রাণ ধরে। বচনেহ মিঠা ঝরে - ভুবন মোহিতে পারে কাম দেখি ছাড়ে ধনুঃশরে॥ চারিদিগে লোক দেখি সজল চঞ্চল আখি সকরুণে করয়ে বিলাপ। ডুবিয়া শোকের সিন্ধু না দেখি আপনা বন্ধু শতগুণে জলি উঠে তাপ৷ মুঞি যত কৈলুম পাপ বিশ্বামিত্র হেন বাপ মেনকাত ধরিছিল উদরে। সে যে দৈবের গতি - বিধি হৈল বিমতি নৃপতি দুষ্মন্ত জ্বরাচারে। গর্ভ বাঢ়ে নিত নিত না দেখম আপনা হিত লক্ষ্য মুঞি লইমু কাহার। যে পালিল কথমুনি দয়া না করিব শুনি কুচরিত্র জানিয়া আহ্মার॥ স্ত্রীক অধম জাতি সেইত সেবএ পতি যার যেই মত ব্যবহার। - - (১) জীবন ধারণ করে। -
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।