পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

టdు বঙ্গ-সাহিত্য-পরিচয়। খেলিতে হারাএ ধন যে হেন যুয়াএ। (১) গৃহ-কর্ম্ম লাগি কেহ পথে ছাড়ি জাএ॥ (২) হীনের লঙ্ঘনে (৩) যেন মুনির মনে খেদ। খলের সৌহৃষ্ঠে যেন সুজন-মিত্র-ভেদ॥ বজ্রাঘাত শোক হেন পাইয়া নরনাথে। পুরী প্রবেশিল কিছু না কহি কাহাতে॥ সুখ ভোগ রাজ্য ধন বিষম মানিল। পুরীর একান্ত স্থানে নির্জনে রহিল। অপমানে সুখ ভোগ যদি হএ নাশ। আপনার দেশে তবে না করে প্রকাশ॥ অধিক যে কাম ব্যথা বাড়ে পুনি পুনি। শরীর তাপে শোষে যেন নিদাঘ আপনি॥ পাগল হইলে যেন আপনা পাসরে। জীবন নৈরাশ যেন ডুবিল সাগরে ৷ হেন মত বিস্ময় বিকল নরপতি। ভয় শোকে বিকল হইল নিতি নিতি॥ কি হৈল কি হৈল করি করে হাহাকার। রাজার চরিত্র কিছু নারি বুঝিবার॥ স্বর্গপথে মুনির আশ্রমে রাজার শকুন্তলার সঙ্গে পুনর্ম্মিলনের পরে। শকুন্তলা বোলে তোহ্মার অলঙ্ঘ্য বচন। বড় তাপে তাপী আহ্মি নাহি রুচে মন॥ পুত্রে লৈয়া দেশেত যাউক নরপতি। অনুগত হেন স্নেহ রাখিব মোর প্রতি॥ তুমি হেন স্বামীত আমি জন্মে জন্মে পাই। তোহ্মার চরণ ভাবি থাকি এহি ঠাই॥ মুনি বোলে পতি বিনে তপ নাহি আর। পতি সে সকল ধর্ম্ম জানিয় তোহ্মার॥ (১) যুয়া খেলায় ধন নষ্ট করিয়া যেরূপ অনুতাপ হয়। (২) পথের সঙ্গী যদি গৃহ-কর্ম্মের তাড়নায় কোন স্ত্রীলোককে পথে ফেলিয়া যায়, তবে তাহার যেরূপ কষ্ট হয়। (৩) হীনকৃত অপমানে।